Read In
Whatsapp
Bike News

মাত্র 11 হাজার টাকাতেই নিয়ে যান Honda Activa 6G Limited Edition, দেখে নিন কিভাবে

ভারতের বাজারে স্কুটারের বিক্রি বেড়েই চলেছে। আর এই বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার Honda Activa। দীর্ঘ সময় ধরে স্কুটারটি ভারতের বাজারে বেস্ট সেলিং স্কুটার। সম্প্রতি স্কুটারটির নতুন লিমিটেড এডিশন লঞ্চ করেছে Honda। আরো গুরুত্বপূর্ন খবর এই যে, স্কুটারটি কেবল 11 হাজার টাকা দিয়েই কিনতে পারেন আপনি। তবে তার আগে দেখে নিন Honda Activa এর ফিচারস।

Honda Activa 6G তে একটি 109.51 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন মোট 7.84 PS শক্তি এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি থেকে মোট 50 kmpl এর মাইলেজ পাওয়া যায়

Honda Activa 6G স্কুটারে স্মার্ট কী, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার পাওয়া যাচ্ছে। আমরা 110 সিসির ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির বিষয়ে বলছি। নতুন Activa তে H-Smart ফিচারস সহ টিউবলেস টায়ার রয়েছে। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত এই গাড়িতে। এছাড়া রয়েছে analog console। সিটের তলায় 18 লিটারের বুট স্পেস পাওয়া যায়।

দাম: Honda Activa 6G Limited Edition স্কুটারের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 82,734 টাকা এবং সেটির অন-রোড দাম পড়বে 97,629 টাকা। কিন্তু ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে মাত্র 11000 টাকাতেই স্কুটারটি কেনা সম্ভব।

ফাইন্যান্স প্ল্যান: 11,000 টাকা ডাউনপেমেন্ট করার পর বাকি 86,629 টাকা ব্যাঙ্কের থেকে লোন হিসাবে নিতে হবে। 9.7% সুদের হারে 36 মাসের জন্য ফাইন্যান্স করলে মাসিক EMI খরচ পড়বে মাত্র 2,783 টাকা।

Back to top button