Read In
Whatsapp
Bike News

চোখ সরাতে পারবেন না এই দশ বাইক থেকে, Royal Enfield থেকে Bajaj-র এই গাড়িগুলো দেখেই প্রেমে পড়ে যাবেন

মোটরবাইকের দুনিয়াতে নতুন নতুন মোটরসাইকেল আসছে। কিন্তু এর মধ্যে কিছু বাইক রয়েছে যেগুলো দেখলে মনে হয় বারবার তাকিয়ে দেখি। সোশ্যাল মিডিয়াতে বহুবার বাইকগুলোর ছবি বা ভিডিও ভাইরাল হতে থাকে। একগুচ্ছ বাইক থাকলেও গুটিকয়েকের ওপরই মন লেগে যায়।

আকর্ষণীয় বাকিগুলোতে যেমন রয়েছে স্টাইলিশ ডিজাইন তেমনই আকর্ষণীয় গ্রাফিক্স। সাথে সেগুলোর পারফরম্যান্সও আকর্ষণীয়। তালিকার প্রথমেই নাম থাকবে Royal Enfield। এক্ষেত্রে সেরা দশ আকর্ষণীয় বাইকের তালিকায় নাম রয়েছে তাদের ইন্টারসেপ্টার 650 এর। বাইকটি কিনতে খরচ হবে 3 লক্ষ টাকা। 

সেরা দশ বাইকের তালিকায় নাম রয়েছে KTM 200 Duke, Yamaha FZ-S, Bajaj Pulsar NS200, Yamaha R15 ইত্যাদির। অর্থাৎ বাজেটের মধ্যেও বেশ কয়েকটি বাইক রয়েছে। তাহলে চলুন পুরো তালিকা দেখে নেওয়া যাক। এখানে বাইকের নামের সাথে সাথে সেগুলোর দাম সম্পর্কেও বলা হলো। 

 

Motor Cycle Price
Royal Enfield Interceptor 650 3.02 লাখ টাকা
KTM Duke 200 1.90 লাখ টাকা
Suzuki Gixxer SF250 1.88 লাখ টাকা
Yamaha FZ-S 1.23 লাখ টাকা
Honda CB300R 2.78 লাখ টাকা
Bajaj Pulsar NS 200 1.42 লাখ টাকা
TVS Apache RR 110 2.71 লাখ টাকা
Yamaha R15 1.82 লাখ টাকা
Kawasaki Z650 6.45 লাখ টাকা
BMW G 310 R 2.80 লাখ টাকা

 

Back to top button