Read In
Whatsapp
Bike News

মাত্র 7,000 দিয়েই বাড়িতে আনুন TVS-র 70 কিমি মাইলেজের বাইক , ক্লিক করে দেখুন কীভাবে

ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যে দারুণ একটি বাইক এনেছে TVS Motors। নয়া TVS Sport বাইকটি আপনার জন্য দারুণ প্রমাণিত হতে পারে। গাড়িটির মাইলেজ এবং আরামদায়ক রাইডের জন্যই এত নামডাক। কিন্তু জানেন কি মাত্র 7000 টাকাতেই সেটি আপনার হতে পারে। কিভাবে তাই জানাচ্ছি আজ।

হালকা ওজন কিন্তু স্পোর্টি ডিজাইন এবং সেরা মাইলেজের সাথে আসে এই বাইকটি। কম বাজেটে উন্নতমানের বাইক মিমগে চাইলে TVS Sport আপনার জন্য সেরা প্রমাণিত হবে। কী কী ফিচারস রয়েছে আগে সেগুলো দেখে নেওয়া যাক চলুন।

ইঞ্জিন : TVS Motors এর এই বাইকে আপনি 109.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন। সাথে বাইকটি 8.29 PS শক্তি এবং 8.7 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। 4 গতির গিয়ার বক্সের সাথে মোট 70 কিমি মাইলেজ দেয় TVS Sport। উল্লেখ্য বাইকটির টপ স্পিড 90 কিমি প্রতি ঘন্টা।

দাম : TVS Sport বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 64,050 টাকা থেকে। অন রোড দাম পড়বে 75,082 টাকা। ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে বেশ সস্তায় হতে পারে বাইকটি। চলুন দেখে নেওয়া যাক বাইকটির ফাইন্যান্স প্ল্যান।

কী ফাইন্যান্স প্ল্যান রয়েছে : আপনি যদি পুরো টাকা একবারে দিতে না পারেন তাহলেও ক্ষতি নেই। ফাইন্যান্সের মাধ্যমে গাড়িটি কিনতে পারেন আপনি। মাত্র 7,000 টাকা ডাউন পেমেন্ট করেই বাইকটি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মোট 68 হাজার টাকার ঋণ নিতে হবে। তিন বছরের জন্য ঋণ নিলে আপনাকে 9.7% সুদের হারের সাথে প্রতি মাসে 2187 টাকার EMI দিতে হবে।

Back to top button