ভারতে বড় বাজার তৈরি করেছে Bajaj Pulsar। অবশ্য শুধু ভারত নয়, পড়শী বাংলাদেশ এবং নেপাল ভুটানেও দারুণ বিক্রি হয় Pulsar। এক্ষেত্রে অবশ্য Entry রেঞ্জের Pulsar 125 Neon বাইকটি অধিক জনপ্রিয়। দাম, মাইলেজ, ডিজাইন সমস্ত কিছুই রয়েছে এই বাইকে। তাহলে চলুন বাইক সম্পর্কে বিশদে দেখে নেওয়া যাক।
ইঞ্জিন: Pulsar 125 Neon বাইকে আপনি 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। আর এই বাইকের সর্বোচ্চ শক্তি 12 PS এবং সেটি 11 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সহ বাইকের ARAI মাইলেজ 51 কিমি প্রতি লিটার।
ফিচার্স: টিউবলেস টায়ার সহ এই বাইকে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেকের দুর্দান্ত কম্বিনেশন। ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল সমেত সামনে LED এবং পিছনে হ্যালোজেন লাইটিং রয়েছে Pulsar 125 এ। সামনে ডিস্ক ব্রেক সহ সিঙ্গল চ্যানেল ABS পাওয়া যায় এখানে।
দাম: Pulsar 125 Neon এর এক্স-শোরুম দাম 87,149 টাকা। অন রোড দাম 1 লাখ ছুঁয়ে যাবে। কিন্তু একবারে এই দাম দিতে না পারলে আপনি ফাইন্যান্স প্ল্যানের সহায়তা নিতে পারে। নিচে সেটিও দেওয়া হলো।
ফাইন্যান্স প্ল্যান: বাইকের অন রোদ দাম রয়েছে 100250 টাকা। এবার আপনি যদি 10 হাজার টাকা ডাউনপেমেন্ট করেন তাহলে আপনাকে নাকি 90,250 টাকার লোন নিতে হবে। 3 বছরের জন্য এই ঋণ নিলে 9.7% বার্ষিক সুদের হিসেবে প্রতিমাসে 2,908 টাকা EMI দিতে হবে।