Read In
Whatsapp
Bike News

KTM প্রেমীদের জন্য বড় সুখবর, শীঘ্রই লঞ্চ হচ্ছে নতুন দুই বাইক

KTM ব্র্যান্ডটি আজ বিশ্বজুড়েই বেশ বিখ্যাত। তবে এই ব্র্যান্ডটি প্রথম সামনে আসে 1994 সালে। সেই বছর তারা 609 সিসির নতুন Duke বাইক লঞ্চ করে। আর এরপরেরটা ইতিহাস। 30 বছরে ব্যপক জনপ্রিয়তা লাভ করে কোম্পানিটি। আর সম্প্রতি তারা নতুন দুই বাইক লঞ্চ করেছে, সামনে এসেছে RC সিরিজের RC 390 এবং RC 200।20210831045851 Ktm Rc 390 3

KTM এর নতুন দুই বাইকে নতুন বৈশিষ্ট্য যোগ হয়নি, তার পরিবর্তে সেখানে যোগ হয়েছে নতুন রঙের। দুই বাইকেরই চেহারায় বা ডিজাইনে পরিবর্তন করা হয়েছে। টপ স্পেক মডেল RC 390 মডেলে যুক্ত হয়েছে নতুন ওরেঞ্জ অন-ব্লু এবং ওরেঞ্জ অন-ব্ল্যাক রঙ। RC 200 তে আগের মতোই ব্লু এবং ওরেঞ্জ রঙ দেখা যাবে।

নতুন গ্রাফিক্স থাকতে চলেছে বাইকে। সাথে আসছে RC 125 এর নতুন মডেল। ব্ল্যাক ও ওরেঞ্জ এবং ব্লু ও ওরেঞ্জ ডুয়াল টোনের সাথে গ্লসি ফিনিশ, ব্ল্যাক হুইল ফ্রেম থাকছে সেখানে। রঙ ছাড়া তেমন কিছু পরিবর্তন হয়নি বাইকে। আর খুব শীঘ্রই বাইক তিনটি ভারতে লঞ্চ করবে KTM।

Ktm Rc 125

বর্তমানে Duke এবং Adventure সিরিজের বাইক বিক্রি করে KTM। খুবই জনপ্রিয় এই বাইকগুলো। Duke সিরিজের চারটি বাইক বলো Duke 390, 250 Duke, 200 Duke এবং 125 Duke। এছাড়া Adventure সিরিজের অধীনেও তিনটি বাইক রয়েছে। এর সাথে যুক্ত হবে RC সিরিজের নতুন বাইকগুলো।

Back to top button