গত EICMA 2023 শো তে Hero তাদের নতুন Adventure স্কুটারের প্রথমবার প্রদর্শন করে। সদ্যই সামনে আসে Hero Xoom 160। দারুণ ডিজাইনের সাথে সেটিকে তৈরি করেছে Hero Motocorp। কিন্তু বেশীদিন রেহাই নেই তাদের কারণ খুব জলদিই বাজারে আসতে চলেছে হোন্ডার ম্যাক্সি ডিজাইনের স্কুটার।
Hero xoom 160 দূর্দান্ত। কিন্তু স্কুটারটিকে টেক্কা দিতে জলদিই বাজারে আসছে Honda ADV 160। এটিও কম যায়না। ম্যাট ব্ল্যাক, পার্ল স্মোক গ্রে এবং ম্যাট ডালিয়া রেড এই তিন রঙের সাথে পাওয়া যাচ্ছে স্কুটারটি। নতুন রঙে রাঙিয়ে বাজারে লঞ্চ করতে চলেছে হোন্ডা মোটরস। Hero Xoom কে ভালই টেক্কা দেবে Honda ADV 160।
রাগড লুকের সাথে যুক্ত হবে সিঙ্গল পিস সিট আর লম্বা উইন্ডস্ক্রিন। Honda স্কুটারেও বড় আকারের 156 সিসির 4 ভালভ ইঞ্জিন থাকবে। এক ইঞ্জিন মোট 16 hp শক্তি এবং 14 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। থাকবে স্মার্ট পাওয়ার টেকনোলজি এবং ACG ফিচার।
অতিরিক্ত ফিচারস হিসেবে সেখানে 29 লিটার আন্ডার সিট স্টোরেজ, স্মার্টফোন চার্জিং সকেট, এমার্জেন্সি স্টপ সিগন্যাল, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া থাকছে অল LED লাইট যেখানে সামনে হেডল্যাম্প এবং পিছনের টেল ল্যাম্প, সর্বত্রই LED লাইটিং থাকবে। স্কুটার লঞ্চের দিনক্ষণ অবশ্য এখনো অবধি জানা যায়নি।