Read In
Whatsapp

ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন

কেনার আগেই দেখে রাখুন কোন কোন বাইক দারুণ Resell ভ্যালু দেয়।

Advertisements

বাইক বা স্কুটার পুরনো হয়ে গেলে সেগুলোর দাম কমে যায় হু হু করে। এবার সাধের বাহনটিকে সস্তায় বিক্রি করতেও মন চায়না অনেকের। এমতাবস্থায় আপনাকে কেনার আগেই দেখে নিতে হবে কোন কোন বাইকে বেশি পরিমাণ রিসেল ভ্যালু পাওয়া যায়। এক্ষেত্রে উল্লেখ্য যে, শুধু বাইক হলেই হবেনা কারণ আপনি কতটা যত্নে সেই বাইককে রেখেছেন তাও খুব গুরুত্বপূর্ন।

আপনাদের সুবিধার্থে আমরা এরকম একটি তালিকা নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক।

1) TVS Apache RTR 160 ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন 
TVS এর এই বাইকটি বহুদিন ধরে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে। স্মুথ পারফরম্যান্স এবং অধিক মাইলেজ দেওয়ার কারণে জনমানসে বাইকটির ভাবমূর্তি বেশ ভালো। সেজন্য RTR 160 বিক্রির সময় 70 থেকে 90 হাজার টাকা Resell ভ্যালু পেয়ে যাবেন।

Advertisements

2) KTM 200 Duke ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন
200 সিসি রেঞ্জের নতুন Duke এর বাজারে বেশ চাহিদা রয়েছে। আর এই বাইকগুলির রিসেল ভ্যালুও বেশ ভালো। উদাহরণ স্বরূপ 2016 সালের বাইক এখনো 1.55 লাখে বিক্রি হয়! তাই KTM কিনলেও ঠকবেন না আপনি।

3) Hero Xpulse 200 4V ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন
অফ-রোডিং বাইকটি বিগত কয়েক বছরে নিজের জাত চিনিয়েছে। সমস্ত ধরনের ভূমিতেই দূর্দান্ত গতিতে ছুটতে সক্ষম Xpulse। Xpulse এ 1 থেকে 1.5 লাখ টাকার রিসেল ভ্যালুও পেয়ে যাবেন আপনি।

4) Royal Enfield Classic ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন

RE এর বেস্ট বাইকের ক্যাটেগরিতে আসে RE Classic। নতুন তো বটেই, একইসাথে পুরনো Classic গাড়িগুলোও বেশ মোটা দরে বিক্রী হয় ভারতের বাজারে। 1 লাখের আশেপাশে Classic বাইকটি বিক্রি করতে পারেন আপনি।

5) Honda Hornet 2.0 ভারতে এই ৫ টি বাইকের সেরা রিসেল ভ্যালু, গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিন
Honda এর বাইক মানেই ভরসা। আর 160 সিসি রেঞ্জে জুড়ি নেই Hornet 2.0 এর। নতুন এডিশন Hornet 2.0 লঞ্চ হয়েছে গত 2022 সালেই। বর্তমানে বাইকটি প্রায় 1.35 লক্ষ টাকা থেকে 1.45 লক্ষ টাকার বাজেটে বিক্রি হয়েছে। অর্থাৎ স্পষ্ট যে, Hornet 2.0 বেশ মোটা অংকের রিসেল ভ্যালু দেয়।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.