Read In
Whatsapp
Bike News

নতুন রেকর্ড গড়ল Bajaj Pulsar, নভেম্বর মাসে বিক্রি হয়েছে নতুন এতগুলো বাইক!

বাজাজ মোটরসের বাইকগুলো নিজের উচ্চগতি এবং দারুণ পারফরম্যান্সের কারণে বেশ বিখ্যাত। আর এই কারণে Bajaj Pulsar বাইকের জনপ্রিয়তাও তাই কম নয়। বিভিন্ন ভ্যারিয়েন্টে বিক্রি হয় বাইকগুলো। আবার এই Sports বাইকগুলোর মাইলেজও কম নয়। পরিসংখ্যান জানাচ্ছে বিগত বছরের তুলনায় এবছরের বিক্রিও আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।

গত নভেম্বর মাসে মোট 1.3 লক্ষ Pulsar বাইক বিক্রি হয়েছে। আজ আমরা সেরা কয়েকটি Pulsar বাইক নিয়ে আলোচনা করতে চলেছি।

Bajaj Pulsar 125
Bajaj এর এই দুর্দান্ত বাইকে থাকছে 124.4 cc ইঞ্জিন। সাথে থাকছে 50 কিমির মাইলেজ। অর্থাৎ এই বাইকের মাধ্যমে আপনি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারেন। বাইকটির দাম শুরু হচ্ছে 82712 টাকা থেকে।

Bajaj Pulsar N150
N150 বাইকে থাকছে শক্তিশালী 149.68 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 14.3 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। Bajaj Pulsar N150-এর বেস মডেলটির এক্স শোরুম দাম পড়বে 1.18 লক্ষ টাকা। উল্লেখ্য এখানে 48.5 kmpl এর মাইলেজ রয়েছে।

Bajaj Pulsar N160

Pulsar N160

Pulsar N150 এর থেকে কিছুটা বেশি শক্তিশালী N160। সিঙ্গল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) সংস্করণটির এক্স-শোরুম দাম 1.22 লাখ টাকা। বাইকটিতে LED হেডলাইট এবং DRL রয়েছে। Bajaj Pulsar N160 তে একটি 164.82 cc ইঞ্জিন রয়েছে যা মোট 15.68 bhp শক্তি এবং 14.65 Nm টর্ক জেনারেট করে।

Bajaj Pulsar NS125
Pulsar NS 125 ও কম যায়না। ভারী চেহারার এই বাইক দারুণ বিক্রি হয়েছে। 124.45 সিসির ইঞ্জিন সহ বাইকের মাইলেজ থাকছে 46.9 kmpl। এখানে আপনি অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেক দেখতে পেয়ে যাবেন।

Back to top button