Read In
Whatsapp
Bike News

Bajaj Pulsar NS 160 : পরীক্ষা চালাতে গিয়ে ধরা পড়ল আসন্ন পালসার NS 160, নতুন ভার্সনে থাকবে এই নতুন ফিচার

Bajaj Auto গ্রুপের Pulsar সাব ব্র্যান্ডটি বর্তমানে দারুণ বিক্রির রেকর্ড গড়েছে। বছরের পর বছর একের পর এক রেকর্ড গড়েছে কোম্পানি। সম্প্রতি খবর আসে যে, Pulsar P150 এর পরিবর্তে N150 লঞ্চ করছে তারা। নতুন রূপের সাথে বাজারে ফিরবে Pulsar N150। কিন্তু এটাই একমাত্র বাইক নয় যেখানে আপডেট আসছে, রিপোর্ট অনুযায়ী Pulsar NS 160 বাইকেও বড় পরিবর্তন আসতে চলেছে। Bajaj Pulsar NS 160

জানা যাচ্ছে Pulsar NS160 সম্পূর্ণ ডিজিটাল ড্যাশ, নতুন সুইচগিয়ার পেতে পারে। এছাড়া ডিজাইন আপডেট হলেও যান্ত্রিক কোনো আপডেট আসছেনা এক্ষুনি। Pulsar NS 160 বাইকে পরিবর্তন এলেও সেটি এখনো স্পষ্টভাবে দৃশ্যমান নয়। বাজাজ অটো তাদের পরীক্ষা চালানোর সময় নতুন আপডেট ধরা পড়ে। পরীক্ষামূলক ইউনিটে নতুন ডিজিটাল ডিসপ্লে দেখা যাচ্ছে।

Pulsar NS 160 বাইকে সম্পূর্ন ডিজিট্যাল ডিসপ্লের সাথে আসবে ঠিকই কিন্তু এখনো জানা যাচ্ছে না সেটি TFT নাকি LCD ইউনিট হতে চলেছে। নতুন বোতাম সহ সুইচগিয়ারটিও সম্পূর্ণ নতুন। বাজারে এই বাইকটি টক্কর দেবে TVS Apache RTR 160 4V, Hero Xtreme 160R 4V এবং Suzuki Gixxer 150-এর মতো বাইকের সাথে। উল্লেখ্য এই সমস্ত বাইকেই সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ইউনিট রয়েছে। Bajaj Pulsar NS 160

যে বাজেটে Pulsar NS 160 আসছে সেই একই বাজেটে একাধিক বাইকে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ইউনিট রয়েছে। স্বাভাবিক ভাবেই Pulsar NS160-এর ডিজি-অ্যানালগ সেটআপ বেশ আউটক্লাস হয়ে গিয়েছে। তবে নতুন পরীক্ষামূলক ইউনিটে ডিজিট্যাল ডিসপ্লের সাথে LED লাইট এবং বিভিন্ন ট্যাঙ্ক এক্সটেনশনও ধরা পড়েছে। বর্তমান Pulsar NS 160 বাইকের এক্স শোরুম দাম রয়েছে 1.37 লক্ষ টাকা, আপডেট সহ নতুন ভার্সনের দাম কত হয় তাই দেখার।

Back to top button