
বাজারে বিরাট জনপ্রিয় কমিউটার বাইকগুলো। এই সেগমেন্টে মুলত Hero এবং Bajaj এর বিভিন্ন এন্ট্রি লেভেল বাইকের বিক্রী বেশি। হালফিলে Bajaj Platina এই সেগমেন্টে নিজের বিক্রি বাড়িয়েছে। উচ্চ মাইলেজ এবং উন্নত ফিচারসের বিক্রি বেড়েছে বাইকটির।
বাজাজ প্লাটিনাতে রয়েছে এয়ার-কুল এবং ফুয়েল ইনজেকশন প্রযুক্তির উপর ভিত্তি করে একটি শক্তিশালী 115.45 সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রতি লিটারে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ইঞ্জিনেটি 7000 rpm-এ সর্বাধিক 8.4 bhp শক্তি এবং 5000 rpm-এ 9.81 Nm টর্ক জেনারেট করে৷
বাজারে বাজাজ প্লাটিনা বিভিন্ন রঙের বিকল্পে পাওয়া যায়। প্লাটিনা ইবোনি ব্ল্যাক, গ্লস পিউটার গ্রে, ককটেল ওয়াইন রেড এবং স্যাফায়ার ব্লু রঙের সাথে পাওয়া যায়। বিভিন্ন রঙ এবং গ্রাফিক্সের সাথে বাইকটি গ্রাহকদের পছন্দের হয়ে উঠছে।
বাজাজ প্লাটিনা বাইকের এক্স-শোরুম দাম হল 65,952 টাকা। কম দামের সাথে 70 থেকে 80 কিমি মাইলেজ পাওয়া যায় এই বাইকে। আর এই দুই কারণে Platina ক্রেতাদের কাছে আদর্শ বাজেট-বান্ধব বিকল্প হয়ে উঠেছে।