TRENDS
Advertisement

Pulsar NS 400 : বাজারে আসছে সবচেয়ে শক্তিশালী Pulsar, থাকছে নতুন ইঞ্জিন এবং সম্পূর্ন নতুন ডিজাইন

Bajaj Auto সম্প্রতি তাদের পোর্টফোলিও সম্প্রসারণের কাজে মনোনিবেশ করেছে। Bajaj এর Pulsar সাব ব্র্যান্ডের অধীনে বেশ কিছু নতুন মডেল আনছে সংস্থাটি। এছাড়া EV সহ CNG চালিত দুই চাকার ওপরেও কাজ…

Published By: Ritwik | Published On:

Bajaj Auto সম্প্রতি তাদের পোর্টফোলিও সম্প্রসারণের কাজে মনোনিবেশ করেছে। Bajaj এর Pulsar সাব ব্র্যান্ডের অধীনে বেশ কিছু নতুন মডেল আনছে সংস্থাটি। এছাড়া EV সহ CNG চালিত দুই চাকার ওপরেও কাজ করছে তারা। Chetak এর নতুন ভার্সন লঞ্চ হচ্ছে খুবই জলদি। একইসাথে বাজারে আসতে চলেছে সবচেয়ে শক্তিশালী Pulsar NS 400। Pulsar Ns 400

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Bajaj Pulsar NS400 কখন লঞ্চ হবে?
NS400 বাইকটি বর্তমান NS সিরিজের বাইক থেকে ভিন্ন ডিজাইন পাবে। এখানে জানিয়ে রাখি এক অনুষ্ঠানে বাজাজ অটোর এক্সিকিউটিভ ডাইরেক্টর রাকেশ শর্মা বলেন যে, বাজাজ অটোর একাধিক বাইক লঞ্চ করার পরিকল্পনা রয়েছে৷ এছাড়া তিনি এও জানান যে, মে মাস পর্যন্ত প্রতি মাসে অন্তত দুটি মডেল চালু বা আপডেট করা হবে। বলার অপেক্ষা রাখেনা যে, এই মডেলগুলোর মধ্যেই থাকতে পারে নতুন NS400।

NS400 বাইকটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও আশা করা হচ্ছে যে, বাইকটিতে বাজাজ নির্মিত অন্যান্য 400 সিসির বাইকের সাথে মিল থাকবে। KTM 390 Duke , Husqvarna 401 এবং Triumph Speed 400 এর সাথে মিল থাকতে পারে বাজাজের নতুন বাইকের। ইঞ্জিন এবং চ্যাসি উভয় জায়গাতেই নতুন বাইকগুলোর বড় প্রভাব দেখা যেতে পারে।

Pulsar Ns 400 1

আপাতত Pulsar NS 200 বাইকটি লঞ্চের কোন সঠিক তারিখ নিশ্চিত করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে, নতুন NS400 মার্চ-এন্ডের কাছাকাছি সময়ে লঞ্চ করা হবে। বাইকটির আনুমানিক দাম থাকতে পারে 2 লক্ষ টাকার আশেপাশে।

About Author