ভারতের বাজারে স্পোর্টি বাইকের কথা উঠলে সর্বাগ্রে নাম আসে Bajaj Pulsar বাইকের। বিগত কয়েক বছরে টানা বিক্রি বেড়েছে Pulsar এর। গত বছরও পালসার বাইকটি রেকর্ড বৃদ্ধি দেখেছে। আর এবার Pulsar সাব ব্র্যান্ডের অধীনে নতুন একটি বাইক নিয়ে আসছে Bajaj। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে বাইকটি।
Pulsar P150 বাইকের পরিবর্তে নতুন N150 (Bajaj Pulsar N150) আসছে শীঘ্রই। 65 কিমি মাইলেজ সহ বাইকটি লঞ্চ করছে বাজাজ। KTM সহ বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সাথে টক্কর নেবে নতুন Pulsar N150। বাইকের ডিজাইন যেমন স্পোর্টি হতে চলেছে তেমনই শক্তিশালী ইঞ্জিন থাকতে চলেছে।
Bajaj Pulsar N150 এর বৈশিষ্ট্য
ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার
কল এবং SMS অ্যালার্ট
অ্যালার্ট নোটিফিকেশন
স্মার্টফোন কানেকটিভিটি এবং নেভিগেশন সিস্টেম
ইউএসবি চার্জিং পোর্ট
Bajaj Pulsar N150 বাইকটির ডিজাইন N160 এর মতই। বাইকে একটি বড় গ্রিল, LED হেডলাইট এবং LED DRL থাকছে। বডি লাইনগুলির মধ্যে স্পোর্টি লুক আকর্ষণ করতে বাধ্য। Bajaj Pulsar N150 বাইকে রয়েছে 150cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 12.2 bhp শক্তি প্রদান করে।
বাইকের ইঞ্জিনটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত। বেশ সস্তা দামেই বাইকটি কেনা সম্ভব। Bajaj Pulsar N150 বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 1,29,999 টাকা। একবারে পুরো টাকা দিতে না পারলে ফাইন্যান্স প্ল্যান রয়েছে। 25 থেকে 30 হাজার টাকা ডাউনপেমেন্ট করেও বাইকটি কেনা সম্ভব।