Read In
Whatsapp
Bike News

বাজাজ নিয়ে আসছে নতুন CNG বাইক! জ্বালানি খরচ বাঁচবে 50 শতাংশ! কিনবেন নাকি?

যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে বাস, গাড়ি ইত্যাদিতে CNG এর ব্যবহার বেড়েছে। কিন্তু বাইক বা স্কুটার সেগমেন্টে এই প্রযুক্তির ব্যবহার হয়নি তেমন। কিন্তু বাজাজ এবার সেই মহারথ হাসিল করতে চলেছে। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে আগামী সময়ে Bajaj Automobiles এর পরিকল্পনা সম্পর্কে মুখ খোলেন তিনি।

বাজাজ অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ বলেন, এই ধরনের মোটরবাইক ক্রেতাদের জন্য দারুণ হবে। সেখানে যেমন চার্জিং বা ব্যাটারি লাইফের সমস্যা থাকবেনা তেমনই গ্রাহকরাও জ্বালানির জ্বলুনি থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে কমিউটার এবং এন্ট্রি লেভেল সেগমেন্টে এই প্রযুক্তি এলে সেই বাজার আবার চাঙ্গা হয়ে উঠতে পারে। পালসারেও এই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে বলে জানান রাজীব।

আসলে কোভিডের পর থেকেই ধুঁকছে কমিউটার সেগমেন্ট। আর এই সেগমেন্টে নতুন প্রযুক্তি নিয়ে আসার সম্পর্কে রাজীব বাজাজ বলেন, “100 সিসির মোটরসাইকেল বাজার আগামী দিনেও চাপের মধ্যে থাকবে। কোভিডের পর চাকরি হারিয়েছেন অনেকে, বেড়েছে পেট্রলের দামও। তাই আমার মনে হয় না গ্রাহকেরা আর ফিরে আসবে।”

100 থেকে 125 সিসি রেঞ্জে মোট 7টি দুই চাকার বাইক রয়েছে Bajaj এর। বর্তমানে Bajaj এর পাখির চোখ অবশ্য 250 থেকে 450 সিসির বাইকের ওপর। ব্রিটিশ সংস্থা Triumph এর সাথে হাত মিলিয়ে Speed 400 এবং Scrambler 400X লঞ্চ করে ভারতের বাজারে। এবার CNG চালিত বাইক নিয়ে এসে বড় চমক দিতে চাইছে সংস্থাটি।

 

উল্লেখ্য, তিন চাকার ক্ষেত্রে বিশেষ করে CNG সেগমেন্টের 70% বাজাজের দখলে। এবার লক্ষ্য দুই চাকার CNG। এরকম কোনো বাইকই অন্য কেউ লঞ্চ করেনি। ফলে Bajaj এক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে পারে। আগামী 2024 সালের দিকে CNG বাইক আনার পরিকল্পনা রয়েছে বাজাজের।

Back to top button