ভারতের বাজারে দুটি শক্তিশালী বাইক নির্মাতা সংস্থা Royal Enfield এবং Bajaj। স্বাভাবিক ভাবেই একে অপরের প্রতিযোগী। Royal Enfield এর 350 সিসির সেগমেন্টের সাথে জোর টক্কর চলে Bajaj Dominar এর। এক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী RE Meteor এবং Bajaj Dominar 250। কিন্তু মুখোমুখি প্রতিযোগিতায় কে এগিয়ে দেখে নিন নীচে।
Royal Enfield Meteor 350
এই বাইকে 349 সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মোট 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির মোট ওজন 191 কেজি। Royal Enfield Meteor 350 তে 15 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। 42 কিমি মাইলেজের সাথে লম্বা ক্রুজ করতে কোনো সমস্যাই হবেনা এখানে।
Royal Enfield Meteor 350 ক্রুজার বাইকটি তিনটি ভেরিয়েন্ট এবং 13টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। Meteor কিন্তু Hunter এর থেকে বেশ দামী। কারণ হান্টার এর দাম যেখানে 1.5 লক্ষ টাকার আশেপাশে, সেখানে Meteor এর দাম শুরুই হচ্ছে 2.03 লক্ষ টাকা থেকে।
Bajaj Dominar 250
এই বাইকটির প্রারম্ভিক মূল্য 1.7 লক্ষ টাকা এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে। এই বাইকটিতে 248.8 cc এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনটি প্রতি লিটারে 32 কিমি মাইলেজ দেয়।
6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে ডমিনারে। বাইকটির মোট ওজন 180 কেজি। দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS রয়েছে গাড়িতে। Dominar 250 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.07 লক্ষ টাকা থেকে।