Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Ola, Ather-কে ধরাশায়ী করতে আসছে Bajaj-র এই স্কুটার, ফুল চার্জে মাইলেজ দেবে 90 কিলোমিটার

ই বাইকের বাজারে দারুণ রেকর্ড গড়েছে বাজাজ এবং ওলা। বিগত সময়ে দুই সংস্থাই দারুণ পারফর্ম করেছে। এরপর Ather সহ আরো বেশ কিছু কোম্পানি ইলেকট্রিক স্কুটার তৈরি করেছে বাজারে। এদিকে ব্যাটারি চালিত স্কুটারের ওপর সরকারি ভর্তুকি কমার পর থেকেই ব্যবসাতে তার প্রভাব পড়েছে। কিন্তু তারমধ্যেও দেদার বিক্রি হচ্ছে ইলেক্ট্রিক স্কুটারগুলো। বাজাজ চেতক স্কুটারটিও তালিকায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বিগত সময়ে দেশের বেস্ট সেলিং স্কুটার ছিল ওলা (OLA)। গত জুন মাস নাগাদ ওলার 18,000 ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়। বিক্রি কিছুটা কমলেও OLA একাই বাজারের 40% মতো বাজার নিজের দখলেই রেখেছে। বাজাজ চেতকও খুব পিছিয়ে নেই এই তালিকায়। একটা সময় প্রত্যেক পরিবারের পছন্দের গাড়ি ছিল চেতক। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই নতুন ডিজাইনে বৈদ্যুতিক ভার্সনের সাথে লঞ্চ করেছে বাজাজ।

source : bikewale

শক্তিশালী ফিচারস এই বৈদ্যুতিক স্কুটারের গুরুত্বপূর্ন সেলিং পয়েন্ট। জানা যাচ্ছে যে, একবার সম্পূর্ন চার্জে চেতক মোট 90 কিমি ছুটতে পারে। 3 kWh এর ব্যাটারি এবং 4080 ওয়াটের মোটর সর্বোচ্চ 16Nm টর্ক জেনারেট করে। তার ফলে গাড়িটি সর্বোচ্চ 63 কিমি গতি প্রদান করে থাকে। চেতক স্কুটারটিকে একবার সম্পূর্ন চার্জ করতে মোট 5 ঘণ্টা সময় লাগে।

চালকের নিরাপত্তার জন্য স্কুটারে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। একইসাথে সমস্ত এলইডি আলো এবং টার্ন সিগন্যালও LED তে দেওয়া হয়েছে। উল্লেখ্য গত জুন মাসেই 36,260টি চেতক স্কুটার বিক্রি করেছে বাজাজ মোটরস। 1.22 লাখ থেকে 1.43 লাখের এক্স শোরুম দামের সাথে বৈদ্যুতিক স্কুটারটি লঞ্চ করা হয়েছে।

Back to top button