বহু অপেক্ষার পর অবশেষে দাম সামনে এসেছে Aprilia RS 457 এর। গোয়াতে অনুষ্ঠিত India Bike Week এ গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যায়। নতুন বাইকটি জোর টক্কর দেবে Kawasaki Ninja 300, 400 সহ Yamaha R3 সহ KTM RC 390 কে। স্টাইলিশ ডিজাইন সহ শক্তিশালী ইঞ্জিন সবই মজুদ এই বাইকে, কিন্তু দাম কত আর কিভাবে সেটিকে সস্তায় কিনবেন তাই জানাবো আমরা।
গোয়াতে প্রথমবারের জন্য দামের ঘোষণা করে Aprilia। বাইকটি ভারতে 4.10 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে লঞ্চ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এবং কত EMI খরচ পড়বে এই বাইকের জন্য।
Aprilia RS 457 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 4.10 লক্ষ টাকা থেকে। বাইকটির মহারাষ্ট্রে অন রোড দাম পড়বে 4.52 লক্ষ টাকা। আপনি যদি বাইকের দামের 10% অর্থাৎ 45 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন এবং 3 বছরের জন্য বাকি টাকা লোন নেন তাহলে মোট 10% সুদের সাথে মাসিক EMI খরচ পড়বে 13,139 টাকা। মাসিক EMI খরচ কমাতে চাইলে বাড়াতে হবে ডাউন পেমেন্টের অংক।
জানিয়ে রাখি যে, Aprilia RS457 একটি 457cc প্যারালাল-টুইন সিলিন্ডার ইঞ্জিনের সাথে আসে। এই ইঞ্জিন মোট 47.6bhp শক্তি এবং 43.5Nm শক্তি দেয়। ইঞ্জিনটি যুক্ত রয়েছে একটি ছয় গতির গিয়ারবক্সের সাথে। Aprilia RS457 বাইকে LED লাইট, ইঞ্জিন ম্যাপ, ট্র্যাকশন কন্ট্রোল, ABS, অ্যান্টি-রোল সিস্টেম, তিনটি রাইডিং মোড এবং একটি পাঁচ ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে।