Read In
Whatsapp
Bike News

56,000 টাকা সস্তা হোন্ডার এই নতুন স্টাইলিশ এবং ফিচারপ্যকদড বাইকটি, দেরি না করে বাড়িতে আনুন

সামনেই পুজো আর তার আগে বাজার ধরতে নতুন ডিজাইন এবং নয়া ফিচারস সহ বাজারে এসেছে Honda CB300F। OBD-II A সাপোর্টেড বাইকটি এখন 2 লাখেরও কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। স্পোর্টস রেড, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এই রঙের সাথে উপলব্ধ CB300F। শীঘ্রই আবার বাইকটির Deluxe Pro ভেরিয়েন্ট বাজারে লঞ্চ হবে।

চলুন বাইকটির ফিচারস এবং দাম দেখে নেওয়া যাক:

পাওয়ারট্রেন: Honda CB 300F এ 293 সিসির অয়েল-কুলড, 4-স্ট্রোক, ওয়া-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5PS শক্তি এবং 25.6Nm পিক টর্ক জেনারেট করে। 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে সেটি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ইঞ্জিনটি।

ফিচারস: বাইকটিতে স্লিপার ক্লাচ, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS), অল-এলইডি লাইটিং সিস্টেম ছাড়াও, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, টুইন ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো তথ্য দেখার জন্য একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।

সুরক্ষা: Honda CB300F বাইকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে 5-step adjustable মনোশক সাসপেনশন রয়েছে। ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং Honda Selectable Torque Control (HSTC) সহ ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে CB 300F এ। ।

দাম: বাইকটিকে প্রথমে 2.29 লক্ষ টাকার এক্স শোরুম দামে লঞ্চ করা হলেও পরে সেখানে 50,000 টাকা ছাড় দেওয়া হয়। বর্তমানে আরো 6000 টাকা দাম কমানোর কারণে বর্তমান এক্স শোরুম দাম রয়েছে 1.70 লক্ষ টাকা।

উল্লেখ্য যখন এই বাইকটি প্রথমবার লঞ্চ করা হয়েছিল, তখন এর দাম ছিল 2.29 লক্ষ টাকা (এক্স-শোরুম)। পরে এর দাম প্রায় 50,000 টাকা কমানো হয়। এখন এটি আরও 6,000 টাকা কমিয়ে চালু করা হয়েছে। একজন নগ্ন স্ট্রিট ফাইটার হিসেবে এই মোটরসাইকেলটি খুবই বিশেষ।

Back to top button