Read In
Whatsapp
Bike News

65 কিমি মাইলেজের সঙ্গে পাবেন দমদার পারফরম্যান্স, পুজোর আনন্দ উপভোগ করতে নিয়ে যান নতুন পালসার!

ভারতে বড় বাজার তৈরি করেছে Bajaj Pulsar। এন্ট্রি লেভেলের Pulsar 125 বাইকটি বেশ জনপ্রিয়। দাম, মাইলেজ, ডিজাইন সমস্ত কিছুই রয়েছে বাইকে। আর এই স্পোর্টস বাইকের মাইলেজ টেক্কা দেবে কমিউটার বাইককেও। শক্তি, ডিজাইন এবং উৎকর্ষের দারুণ মিশ্রণ পালসার 125। তাহলে চলুন বাইক সম্পর্কে বিশদে দেখে নেওয়া যাক।

Pulsar 150

ইঞ্জিন: Pulsar 125 বাইকে আপনি 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। আর এই বাইকের সর্বোচ্চ শক্তি 11.8 PS এবং সেটি 10.8 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সহ বাইকের ARAI মাইলেজ 65 কিমি প্রতি লিটার।

ফিচার্স: টিউবলেস টায়ার সহ এই বাইকে রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেকের দুর্দান্ত কম্বিনেশন। ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল সমেত সামনে LED এবং পিছনে হ্যালোজেন লাইটিং রয়েছে Pulsar 125 এ। সামনে ডিস্ক ব্রেক সহ সিঙ্গল চ্যানেল ABS পাওয়া যায় এখানে। মোট 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে Pulsar 125 এ।

মাত্র 7 সেকেন্ডেই 70 kmph গতিতে পৌঁছে যায়। বাইকটির টপ স্পিড 112 kmph। Pulsar 125 এর এক্স-শোরুম দাম 84,000 টাকা। টপ মডেলের এক্স-শোরুম দাম পড়বে 94,138 টাকা মতো।

Back to top button