স্কুটারের বাজারে বৈদ্যুতিক ভার্সনের বিক্রি বেড়েছে বহুলাংশে। গত কয়েক মাসের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, আগামী সময়ে বিক্রি আরো বহুগুণ বাড়বে। পেট্রোল চালিত স্কুটারের রমরমা কমে যাওয়ায় বহু স্টার্টআপ কোম্পানিও এই বাজারে পা রাখার চেষ্টা করছে। এই তালিকায় রয়েছে Odysse। সম্প্রতি তারা নিজেদের নতুন স্কুটার E2GO গ্রাফাইন লঞ্চ করেছে বাজারে।
Odysse E2GO Graphene একবার চার্জে সেটি মোট 100 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। সেখানে বেশ বড় আকারের টায়ার দেখতে পাবেন আপনি। ছয়টি আকর্ষণীয় রঙ (কমব্যাট রেড, ম্যাট ব্ল্যাক, স্কারলেট রেড, টিল গ্রিন, অজুর ব্লু এবং কমব্যাট ব্লু) এর সাথে লঞ্চ হয়েছে স্কুটারটি।
মাত্র 63,550 টাকায় কিনতে পারেন E2GO Graphene। মাত্র 8 ঘন্টার মধ্যেই স্কুটারটি পুনরায় চলতে সক্ষম। অর্থাৎ স্কুটারের চার্জিং টাইম মাত্র 8 ঘণ্টা। এখানে উল্লেখ্য যে, এই স্কুটারের জন্য কোনো লাইসেন্সের দরকার পড়েনা। অনলাইন ই-কমার্স সাইট Flipkart থেকে স্কুটারটি কিনতে পারেন আপনি।
আহমেদাবাদ ভিত্তিক Odysse Electric স্টার্টআপ কোম্পানি তাদের ইভি স্কুটারটিতে USB চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট লক, কিলেস এন্ট্রি, এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো উন্নত বৈশিষ্ট্য দিয়েছে। স্কুটারটিতে অ্যালয় হুইল এবং ভারী সাসপেনশন দেখতে পাবেন। এছাড়া সেখানে ডিস্ক ব্রেকও দেখতে পাবেন আপনি।
স্কুটারটি একটি ভেরিয়েন্ট এবং পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। বাজারে এই স্কুটারের দাম রয়েছে 63,550 টাকা। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতির সাথে আরামদায়ক যাত্রার জন্য টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশনও রয়েছে।উল্লেখ্য, Odysse E20GO স্কুটার লাইনআপে মোট 4টি মডেল লঞ্চ হয়েছে। এগুলো হলো E2 GO, E2 GO+, E2 GO Pro এবং নতুন E2 GO গ্রাফাইন।