TRENDS
Advertisement

বাম্পার অফার! 56,000 টাকা ছাড়ে পাবেন হোন্ডার এই 300 সিসির বাইক, কিনতে কত খরচ পড়বে?

Honda CB300F এখন সাধ্যের মধ্যেই, দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বড় মার্কেট রয়েছে Honda automobiles এর। নিত্যনতুন স্কুটার এবং বাইক নিয়ে এসে বাজারকে চাঙ্গা করেছে জাপানি কোম্পানিটি। সামনেই আবার উৎসবের মরশুম, তার আগে নতুন বাইকের সম্ভার নিয়ে এসেছে Honda। আর এবার অপেক্ষাকৃত দামী, CB300F এর BS VI Phase 2 বাইক লঞ্চ করেছে কোম্পানি। চলুন বাইকটির সম্পর্কে দেখে নেওয়া যাক। বাম্পার অফার! 56,000 টাকা ছাড়ে পাবেন হোন্ডার এই 300 সিসির বাইক, কিনতে কত খরচ পড়বে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

পাওয়ারট্রেন: Honda CB 300F এ 293 সিসির অয়েল-কুলড, 4-স্ট্রোক, ওয়া-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5PS শক্তি এবং 25.6Nm পিক টর্ক জেনারেট করে। 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে সেটি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ইঞ্জিনটি।

ফিচারস: বাইকটিতে স্লিপার ক্লাচ, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS), অল-এলইডি লাইটিং সিস্টেম ছাড়াও, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, টুইন ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো তথ্য দেখার জন্য একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। বাম্পার অফার! 56,000 টাকা ছাড়ে পাবেন হোন্ডার এই 300 সিসির বাইক, কিনতে কত খরচ পড়বে?

সুরক্ষা: Honda CB300F বাইকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে 5-step adjustable মনোশক সাসপেনশন রয়েছে। ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং Honda Selectable Torque Control (HSTC) সহ ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে CB 300F এ। ।

দাম: বাইকটিকে প্রথমে 2.29 লক্ষ টাকার এক্স শোরুম দামে লঞ্চ করা হলেও পরে সেখানে 50,000 টাকা ছাড় দেওয়া হয়। বর্তমানে আরো 6000 টাকা দাম কমানোর কারণে বর্তমান এক্স শোরুম দাম রয়েছে 1.70 লক্ষ টাকা।
বাম্পার অফার! 56,000 টাকা ছাড়ে পাবেন হোন্ডার এই 300 সিসির বাইক, কিনতে কত খরচ পড়বে?

আমরা আপনাকে বলি যে, যখন এই বাইকটি প্রথমবার লঞ্চ করা হয়েছিল, তখন এর দাম ছিল 2.29 লক্ষ টাকা (এক্স-শোরুম)। পরে এর দাম প্রায় 50,000 টাকা কমানো হয়। এখন এটি আরও 6,000 টাকা কমিয়ে চালু করা হয়েছে।

About Author