নিত্য সামান্য কাছেপিঠে কোথাও যেতে জুড়ি নেই স্কুটারের। এছাড়া বাইক যারা চালাতে পারেননা তাদের জন্যও বড় রেহাই দেয় স্কুটার। কিন্তু নেবেন কোনটা? ভারতের বাজারে একগুচ্ছ কোম্পানির একগুচ্ছ স্কুটার রয়েছে। কিন্তু Hero Xoom দারুণ প্রমাণিত হয়েছে শহরের বিভিন্ন অংশে যাতায়াতের জন্য।
Hero Xoom এ একটি শক্তিশালী 110.9 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনই মোট 8.05 bhp শক্তি এবং 8.7 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারের সামনের এবং পিছনের উভয় টায়ারেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একক শক সাসপেনশন রয়েছে, যা রাস্তায় রাইডারকে আরামদায়ক রাইড দেয়।
স্কুটারের মাইলেজ রয়েছে 45 কিমি। সাথে আপনি 5.2 লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাবেন। অর্থাৎ একবার ট্যাংকি ফুল করলে 230 কিমি ছুটবে স্কুটার। সাথে রয়েছে 12 ইঞ্চি অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার। Hero Xoom এর মোট ওজন 108 কেজি।
নিরাপত্তার জন্য এতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। Hero Xoom-এ এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো উন্নত ফিচারস রয়েছে। স্মার্ট ভার্সনে ফোন কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্টের মতো ফিচারসও পাওয়া যায়। Xoom এর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 84,130 হাজার টাকা।