স্পোর্টস বাইকের দুনিয়ায় যে টু হুইলারকে দেখলে মানুষ একবার হলেও ঘাড় ঘুরিয়ে তাকায় তার নাম Yamaha R15 V4। বিগত বহু বছর ধরে বাজার ধরে রেখেছে এই বাইক। স্টাইলিশ লুক আর দমদার পারফরম্যান্সের এই বাইকের উপর চড়ার ইচ্ছা রাখেননা এমন মানুষ প্রায় নেই বললেই চলে। সম্প্রতি বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে সম্পূর্ণ নতুন রঙে লঞ্চ হয়েছে জাপানে।
2024 Yamaha R15 V4 (‘ব্ল্যাক মেটালিক 12’) : প্রথমেই বলি, বাইকটি R7 থেকে অনুপ্রাণিত হয়ে অল ব্ল্যাক পেইন্ট স্কিম ‘ব্ল্যাক মেটালিক 12’ স্কিমের সঙ্গে বাজারে পা রাখল এই স্পোর্টস বাইক। এতে করে বাইকটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।
2024 Yamaha R15 V4 (‘ডিপ পার্পলিশ ব্লু মেটালিক সি’) : এর পরেরটি হল ‘ডিপ পার্পলিশ ব্লু মেটালিক সি’ যা মূলত একটি নীল এবং কালো শেডের সংমিশ্রণ। খুব সম্ভবত R1 থেকে অনুপ্রাণিত হয়ে এই কালার কম্বিনেশন এনেছে সংস্থাটি।
2024 Yamaha R15 V4 (‘ডার্ক ব্লুইশ গ্রে মেটালিক’) : এবং সর্বশেষ শেডটি হল ‘ডার্ক ব্লুইশ গ্রে মেটালিক’। এর মধ্যে রয়েছে নিয়ন হলুদ ফিনিশড অ্যালয় হুইল যা নিয়ন হলুদ পিনস্ট্রাইপ সহ ধূসর-নীল শেডের বডিওয়ার্কের সাথে পরিপূরক।
ফিচার্স এবং স্পেশিফিকেশনের : কালার অপশনের কথা ছাড়াও এর ফিচার্সের কথা বললে এতে রয়েছে, 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক লিকুইড ইঞ্জিন যা সর্বাধিক 18.1 ব্রেক হর্সপাওয়ার এবং 14.1 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে মজুত রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। বাইকটিতে পাবেন অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ। উন্নত ব্রেকিং ও অফ রোড নিয়ন্ত্রণের জন্য পাওয়া যাবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS), কুইক শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম।
দাম (Price) : দামের কথা বললে জাপানে 2024 Yamaha R15 V4 এর দাম 550,000 ইয়েন (আনুমানিক 3.08 লক্ষ টাকা), যা ভারতীয় সংস্করণের তুলনায় প্রায় দ্বিগুণ। ইন্ডিয়া-স্পেক R15 V4 এর দাম 1.82 লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে।