বর্তমানে মানুষের মধ্যে সাইকেলের চল বেড়েছে অনেকখানি। এক তো জ্বালানি তেলের দাম অন্যদিকে ইলেক্ট্রিক স্কুটারের দাম অত্যধিক বেশি। তাই সব মিলিয়ে ওল্ড স্কুল সাইকেল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। সমস্যা হলো সাইকেল নিয়ে বেশিদূর যাওয়া যায়না।কিন্তু আর চিন্তা নেই, একদম বাজেটের মধ্যেই চলে সেরা দুটি ফোল্ডেবল সাইকেল।
ট্রেন, বাস ইত্যাদি পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে আরো বড় হয়ে ওঠছে। কিন্তু একদম লাস্ট মাইল কানেক্টিভিটি পাওয়ার জন্য সাইকেল অপরিহার্য। কিন্তু আকারে বড় হওয়ার কারণে সেগুলোকে পরিবহন করা ছিল অসাধ্য। কিন্তু এবার সেই সমস্যা দূর করে বাজারে চলে এল ফোল্ডেবল সাইকেল। দুই বড় কোম্পানি EMotorad এবং Svitch। কিন্ত কী কী ফিচারস রয়েছে সেখানে? চলুন জানাচ্ছি।
1) EMotorad Doodle V2 : 36V 250W রিয়ার হাব মোটর সহ ইলেকট্রিক সাইকেলটিতে রয়েছে 36 V, 10.4 AH লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। রিমুভেবেল ব্যাটারির সাথে আসে এই সাইকেলটি। মাত্র 3 ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যায় সাইকেলটি। ওয়াটারপ্রুফ টেকনোলজির সাথে ঘণ্টায় সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারে সেটি। 35 কিমি রেঞ্জ সহ মোট 49,999 g
টাকা দাম রয়েছে EMotorad Doodle V2 এর।
2) Svitch Lite XE : এই সাইলকেলটিও বেশ শক্তিশালী। 74,999 টাকা মূল্যের সাইকেলে 36V, 250W মোটর সহ 36V 10.4 AH ব্যাটারি প্যাক পেয়ে যাবেন আপনি। সাইকেলে অ্যাডজাস্টেবেল হ্যান্ডেলবার, সিটবার ইত্যাদি সুবিধা সহ মোট 80 কিমি রেঞ্জ পাওয়া যাবে। LCD ডিজিটাল ডিসপ্লে এবং টেল লাইট ইন্ডিকেটর উপস্থিত রয়েছে বাইকে।