কিছুদিন আগেই ভারতীয় সেনা Mahindra থেকে 1850 ইউনিট Scorpio-N অর্ডার দিয়েছে। টাটার সাফারির পর এতখানি SUV এর একসাথে অর্ডার দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী সেনাবাহিনী Toyota Motors এর Hilux Pick Up SUV কিনতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে টয়োটার সাথে সেনার চুক্তির সেই ছবি এখন বেশ ভাইরাল।
সম্প্রতি ভারতে Hilux পিক-আপ SUV লঞ্চ করেছে টয়োটা। সমস্ত ভেরিয়েন্টের দাম সংশোধন করেই লঞ্চ করেছে কোম্পানি এবং ‘স্ট্যান্ডার্ড’ ভেরিয়েন্টের দাম কমেছে 3.59 লক্ষ টাকা! দাম কমার ফলে বাজারে মাত্র 30.40 লক্ষ টাকার বিনিময়ে কিনতে পারেন গাড়িটি। যদিও ‘হাই’ ট্রিম লেভেলের দাম বাড়ানো হয়েছে আগের থেকে। সেক্ষেত্রে ম্যানুয়াল 37.15 লক্ষ টাকা এবং স্বয়ংক্রিয় ভেরিয়েন্টের দাম 37.90 লক্ষ টাকা।
Just in : Among other rugged and abuse friendly vehicles, the Indian Army will now use a fleet of @Toyota_India Hilux 4x4s as well.
The Hilux pick ups were picked post a rigorous selection process amongst other potential vehicles by the Army’s Technical Evaluation Committee!… pic.twitter.com/d5JXdl5n5y
— Bunny Punia (@BunnyPunia) July 19, 2023
গাড়িতে 2.8 লিটারের 4-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা 201bhp শক্তি এবং 500Nm পিক টর্ক সহ আসে। টার্বোচার্জড ডিজেল ইঞ্জিনের সাথে 6-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশন অথবা 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ আসে গাড়িটি। গাড়িটির উল্লেখযোগ্য বিষয় এর অফ রোডিং ক্ষমতা। কারণ টয়োটা Hilux গাড়িতে লো-রেঞ্জ ট্রান্সফার কেস, ইলেকট্রনিক ডিফারেনশিয়াল লক এবং লিমিটেড-স্লিপ ডিফারেনশিয়াল সহ শক্তিশালী 4WD সিস্টেম উপস্থিত।
যদিও ভারতীয় সেনাবাহিনী টয়োটা Hilux পিক-আপ SUV-এর কতগুলি ইউনিট কিনেছে সেই নিয়ে এখনও কিছুই জানা যায়নি। টয়োটা Hilux Pick Up SUV টির পারফর্ম্যান্স দুর্দান্ত। গাড়িটির বিল্ড কোয়ালিটিও ভালো হওয়ার কারণে সেনাবাহিনীর বেশ পছন্দ হয়েছে এটি।