আরো একটি নতুন ব্র্যান্ড তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। নতুন এই কোম্পানির নাম Shema E-Vehicle & Solar। দুটি নতুন মডেল এনেছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ডিলারশিপের মাধ্যমে স্কুটারগুলো বিক্রি করে তারা। মোটামুটি সস্তায় স্কুটারদুটি লঞ্চ করেছে Shema। চলুন কী কী ফিচারস রয়েছে দেখে নেওয়া যাক।
Shema E-vehicle & Solar Eagle+ এবং TUFF+ নামের দুটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। যার মধ্যে Tuff+ একটি অপেক্ষাকৃত শক্তিশালী স্কুটার। এখানে 150kg পর্যন্ত ওজন বহন করা সম্ভব। স্কুটারটির সর্বাধিক গতিবেগ থাকছে 60kmph। অন্যদিকে Eagle+ অপেক্ষাকৃত হালকা ওজনের ইলেকট্রিক স্কুটার। সেখানে সর্বোচ্চ 50kmph এর গতিবেগ পাওয়া যায়।
নিজেদের স্কুটার সম্পর্কে বলতে গিয়ে Shema ইলেকট্রিকের Founder এবং CEO যোগেশ কুমার লাথ বলেন, “অনবদ্য প্রযুক্তির মাধ্যমে Shema ইলেকট্রিক দেশের ইলেকট্রিক মোবিলিটির ভবিষ্যত সুনিশ্চিত করতে চাইছি। বিশ্ব ইভি দিবসে আমরা এই নতুন দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে প্রতিশ্রুতি পূরণ করছি। ডিলার, ডিস্ট্রিবিউটর এবং কাস্টমারদের আমরা ধন্যবাদ জানাই, তাঁদের এই পরিমাণ সাপোর্টের জন্য।”
দুটি ইলেকট্রিক স্কুটারেই অতিরিক্ত অ্যাক্সেসারিজের সাথে আসে। এছাড়া অতিরিক্ত ফিচারসের মধ্যে ব্লুটুথ স্পিকার, অ্যান্টি-থেফট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট এবং সেন্ট্রাল লকিং সিস্টেম ইত্যাদি পেয়ে যাবেন। জানিয়ে দিই, Eagle+ এর দাম 1.17 লক্ষ টাকা, আর Tuff+ এর দাম 1.39 লক্ষ টাকা।