Read In
Whatsapp
Car News

Electric Car: একবার চার্জ দিলে দৌড়াবে 450 কিমি! ফ্যামিলি নিয়ে দূরে ঘুরতে যেতে আদর্শ এই গাড়িগুলো

ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা যেমন বেড়েছে তেমনি তেলের দাম বাড়ার কারণেও প্রতিমাসে খরচের অংক বাজেট ছড়িয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা নেই, নীচে 4টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ির বিষয়ে জানাতে চলেছি। সেগুলো বেশ সহজেই কিনতে পারেন আপনি।

1) XUV 400: 

মাহিন্দ্রার নতুন EV ও সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Nexon কে। দুটি ভেরিয়েন্ট মোট 10টি ভিন্ন ভিন্ন রঙের সাথে উপলব্ধ। 5 সিটার গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জে XUV 400 ছুটতে পারে 375 কিমি পর্যন্ত। সাথে 50 kW DC ফাস্ট চার্জার 50 মিনিটেই 80% চার্জ সম্পূর্ন করে দেয়।

2) Nexon EV: Nexon EV তে সর্বোচ্চ 143 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। গাড়িতে 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন সিস্টেম রয়েছে। বেশ কয়েকটি ভার্সনে রং এবং ফিচারসের বিকল্পের সাথে আসে গাড়িটি। 5 সিটার এই গাড়িটি নিজের সেগমেন্টে সেরা প্রমাণিত করেছে। সর্বোচ্চ রেঞ্জ 368 কিমি।

3) Tata Tiago EV:   সুরক্ষার ক্ষেত্রে Tiago সেরা গাড়ি। মাত্র 8.69 লক্ষ টাকা থেকে এটির দাম শুরু হচ্ছে। সবচেয়ে দামী ভার্সনের দাম 11.99 লক্ষ টাকা। আর বিভিন্ন ভার্সনের মধ্যে দুইখানা ব্যাটারি প্যাক রয়েছে, সেগুলো হলো 19.2kWh এবং 24kWh। সেগুলোর রেঞ্জ রয়েছে 250 কিমি এবং 315 কিমি পর্যন্ত।

4) Hyundai Kona Electric: Hyundai এর এই গাড়িতে 39.2 kwh এর ব্যাটারি প্যাক রয়েছে। যা 452 কিমি মাইলেজ দাবি করে। মাত্র 57 মিনিটে 80% চার্জ সম্পূর্ন করার দাবী রাখে Hyundai। সাধারণ চার্জারের সাহায্যেও 6 ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যায় kona electric গাড়ি।

Back to top button