গাড়ি কেনার স্বপ্ন প্রায় সবারই থাকে কিন্তু গাড়ির যা দাম তাতে বহু মানুষ পিছু হঠতে বাধ্য হন। মারুতি সুজুকির গাড়িগুলোর দাম কম হলেও অনেকের সাধ্যের বাইরেই পড়ে সেগুলো। কিন্তু এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি।
আপনাদে গাড়ি কেনার স্বপ্ন স্বার্থক করতেই আজকের প্রতিবেদন। Alto 800 নিয়ে যান একদম জলের দরে। মানুষের মধ্যে বেশ জনপ্রিয় সেটি। গাড়িটির দাম বেশ কমের দিকেই। আর মডেলটি Discontinue করার পর গাড়িটির দাম আরও কমে গিয়েছে। তাহলে কিনবেনই বা কীভাবে?
সস্তায় কেনার জন্য আপনাকে গাড়িটির সেকেন্ড হ্যান্ড ভার্সনটিই কিনতে হবে। কিছু ওয়েবসাইট আছে সেখানে আপনি খুব কম দামে গাড়িটি নিতে পারেন। পুরাতন গাড়িটি কিন্তু এখনো দারুণ কন্ডিশনেই রয়েছে। আসলে আমরা আজ যে গাড়িটির কথা বলছি সেই গাড়িটি ঋণে কেনা হলেও সময়মত ঋণ পরিশোধে অক্ষম হয়েছেন গাড়িটির মালিক।
ঋণ পরিশোধ করতে না পারার কারণে গাড়িটিকে কেড়ে নেওয়া হয়েছে। এই গাড়িটিই কিনতে পারেন আপনি। এক্ষেত্রে গাড়ির সমস্ত কাগজপত্র শোরুম থেকেই পেয়ে যাবেন আপনি। Cars24 সাইটে সেটি বিক্রি হচ্ছে। Noida তে কিনতে হবে এই গাড়িকে। মাত্র 24884 কিমি ছুটেছে Alto 800। সেটির দাম রাখা হয়েছে 1,58,000 টাকা। মাসিক 3089 টাকার কিস্তিতেও সেটি নিতে পারেন আপনি।