চিনা কোম্পানি Xiaomi তাদের স্মার্টফোনের জন্য অধিক বিখ্যাত। যদিও তারা একইসাথে বহু পণ্য তৈরী করে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি তো বটেই ছাতা, জুতো থেকে শুরু করে কলম এবং টি শার্ট অবধি বানায় শাওমি! কিন্তু এবার বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের উপস্থিতি জানাতে চলেছে Xiaomi। ভারতে নিজেদের নতুন SUV লঞ্চ করার কথা জানিয়েছে তারা।
ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার ক্রমেই বড় হয়ে উঠছে। আর এই বাজারের ভাগ পেতে আগ্রহী বিভিন্ন কোম্পানি। চিনা কোম্পানি Xiaomi নিজেদের গাড়ি নিয়ে আসছে। আর তাও এবার যেমন তেমন গাড়ি নয়, ১০০০ কিমি রেঞ্জ সহ একদম অত্যাধুনিক SUV। সেখানে থাকবে AI এবং নানান উন্নত প্রযুক্তি। গাড়িটির কয়েকটি ছবি এবং ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।
বহুদিন ধরেই গাড়িটি নিয়ে নিরলস কাজ চালাচ্ছে শাওমি। আর EV বাজার ধরতে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণাও করেছে তারা। জানিয়ে রাখি আসন্ন গাড়িটি Xiaomi এর নতুন বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। যদিও প্রথমে সেটি চিনেই লঞ্চ হবে। সেখানে যেরকম সাড়া পাওয়া যাবে তার ওপর নির্ভর করে ভারতে গাড়িটি নিয়ে আসবে Xiaomi।
সুত্র মারফৎ জানা যাচ্ছে যে, গাড়িটির নাম হতে পারে MS11। যদিও এক্ষুনি কোনো বড় আপডেট পাওয়া যায়নি। কিন্তু গাড়িতে ১০০০ কিমি রেঞ্জ সম্পর্কে জানা গিয়েছে। এছাড়া প্রিমিয়াম এক্সটেরিয়র এবং শার্প এক্সটারিয়র ডিজাইন থাকতে চলেছে। লঞ্চ না হওয়ায় গাড়িটির দাম নিয়ে ধারণা করা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, গাড়িটির বেস মডেলের দাম হতে পারে ১৫ লক্ষ টাকা। যা ২০ লাখ অবধি যেতে পারে।