Read In
Whatsapp
Car News

6 লাখের বাজেটে নতুন ধাসু গাড়ি আনছে নিসান, লঞ্চের আগেই দেখে নিন বিশদ বিবরণ

জাপানিজ বিখ্যাত গাড়ি নির্মাতা Nissan বিগত বহু সময় ধরে ভারতের বাজারে উপস্থিত। 2005 সাল থেকে এদেশে ব্যবসা চালাচ্ছে তারা। বহু সময়ে নানান গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। বর্তমানে তাদের বেস্ট সেলার গাড়ি নিসান ম্যাগনাইট। শীঘ্রই Magnite এর Facelift ভার্সন লঞ্চ করতে চলেছে Nissan।

খবর অনুযায়ী আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে নতুন Facelift Magnite। চেহারা সহ ইন্টেরিয়র ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন থাকবে গাড়িতে। আর এটি ভারতের সাথে সাথে বিক্রি হবে মেক্সিকো, আফ্রিকা, মধ্য এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলিতেও।

উল্লেখ্য যে, ভারতে প্রতি বছর 25 থেকে 30 হাজার Magnite বিক্রি করে Nissan। বর্তমানে একটি গাড়ি বিক্রি করলেও আগামী সময়ে ভারতের বাজারে জোর দিতে চলেছে জাপানি কোম্পানিটি। এছাড়া Magnite এর বিক্রি বাড়িয়ে 50 হাজারে নিয়ে যাওয়াটাও কোম্পানির লক্ষ্য।

ভারতের বাজারে মিড-সাইজ SUV, কম্প্যাক্ট SUV এবং ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে। এদিকে Magnite নিজেও Compact SUV এর সেগমেন্টে আসার কারণে গাড়িটির বিক্রি যে আগামী সময়ে বাড়বে তাই নিয়েও সন্দেহের অবকাশ নেই। উল্লেখ্য যে, 1 লিটার পেট্রল ইঞ্জিন সমেত নিসান ম্যাগনাইট কুরো এডিশনের এক্স শোরুম দাম 8.27 লাখ টাকা। EZ-Shift ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে 6.50 লাখ টাকা। টপ-ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 11.02 লক্ষ টাকা।

Back to top button