Read In
Whatsapp
Car News

৭০ হাজারের মাস মাহিনায় কোন গাড়ি কেনা উচিত? আয় ব্যায়ের হিসেব দেখে বিচার করুন

মাথা গোঁজার ঠাঁই আর আরামে যাতায়াত করার জন্য একটা গাড়ির স্বপ্ন তো কমবেশি সকলেরই থাকে। বিশেষ করে চাকরিতে ঢোকার পর তো মানুষের মনে এই ভাবনাটাই বেশি কাজ করে‌। কেউ টাকা জমিয়ে গাড়ি কেনার কথা ভাবেন তো কেউ আবার লোন নেওয়ার চিন্তাভাবনা করেন। তবে স্যালারির হিসেব নিকেষটা সবাই করেন কি?

আসলে গাড়ি কেনার পর তার ইএমআই, রক্ষণাবেক্ষণ এই সবকিছুর জন্যেও একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়ে থাকে। অনেক সময়ই মানুষ ভুলে যায় যে, গাড়ি কেনার চেয়েও বেশি ঝকমারি লুকিয়ে থাকে তার দেখভালের পেছনে। এমতাবস্থায় যে বিষয়টা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কনফিউশনে থাকে তা হল কত স্যালারি পেলে কোন গাড়ি কেনা উচিত? আজকে সেই বিষয়েই বিশদ ব্যাখ্যা দেব আপনাদের।

এখন যদি ধরে নিই আপনার মাসিক বেতন ৭০ হাজার টাকা তাহলে কোন গাড়ি আপনার জন্য ঠিকঠাক? ধরে নিই আপনার মাসিক খরচ ২৮ হাজার টাকা। আপনার ব্যক্তিগত খরচ ধরে নেওয়া হল ৭ হাজার টাকা। এখন সেভিংস-ও আমাদের জীবনে ভীষণ জরুরী। তাহলে সেভিংস বাবদ আপনাকে বাদ দিতে হবে ১৫ হাজার টাকা। তাহলে আর বেচে রইল ২০ হাজার টাকা।

যারমধ্যে ৫ হাজার টাকা আপনি ধরে রাখুন গাড়ির জ্বালানি এবং অন্যান্য খরচের জন‌্য। তাহলে আপনার হাতে রইল ১৫ হাজার টাকা। এখন এই টাকা যদি EMI বাবদ খরচ করেন তাহলে ৭ লক্ষ টাকার লোন আপনি নিতেই পারেন। সেক্ষেত্রে ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে পারলে ৯ লক্ষ দামের মধ্যে যে কোনও গাড়ি আপনি ঘরে আনতে পারেন।

Back to top button