নতুন বছরের শুরুতেই গাড়ি কেনার পরিকল্পনা করেছেন অনেকে। গাড়ি কিনে শুভারম্ভ করার কথা ভাবলেও সেখানে বড় সমস্যা রয়েছে। জানা যাচ্ছে যে, আগামী 1 জানুয়ারি থেকে দাম বাড়ছে সমস্ত গাড়ির। তালিকায় নাম রয়েছে মারুতি সুজুকি থেকে টাটা সব্বাই। নতুন বছরের প্রথম দিন থেকেই লাগু হচ্ছে নতুন নিয়ম।
আপনাদের জানিয়ে রাখি যে, নতুন বছরের প্রথম দিন থেকেই দাম বাড়ছে Maruti Suzuki, Tata Motors, Hyundai, Mahindra, Honda, Audi, MG এবং Mercedes-Benz দাম বাড়াচ্ছে। অর্থাৎ বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে হবে। যদিও ঠিক কত পরিমাণ দাম বাড়ছে তা এখনো জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে, 2-3% দাম বাড়তে পারে বিভিন্ন গাড়ির।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে, গত এপ্রিল মাসেও 0.8% দাম বাড়িয়েছিল মারুতি সুজুকি। একইরকমভাবে দাম বাড়ায় টাটা মোটরসও। জার্মান সংস্থা অডি জানিয়েছে তারা জানুয়ারি থেকে 2% দাম বাড়াচ্ছে। আসলে মুদ্রাস্ফীতির সাথে যুঝতে এই দাম বৃদ্ধি বিভিন্ন কোম্পানির। আর এই কারণে খরচও বাড়বে গ্রাহকদের।
আপনি যদি 31 ডিসেম্বরের আগে গাড়ি বুক করে নেন তাহলে পুরাতন দামেই গাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে মূল্যবৃদ্ধির সমস্যা পোহাতে হবেনা। এক্ষেত্রে ফাইন্যান্সের সাহায্যও নিতে পারেন আপনি। তবে হুট করে গাড়ি কিনে নেওয়ার সিদ্ধান্ত বিচক্ষণের কাজ নয়। আবার নতুন বছরে নয়া এডিশন এবং নতুন গাড়িও লঞ্চ হতে পারে। তবে পুরনো কোনো গাড়ি কিনতে চাইলে এইটাই সঠিক সময়।