Read In
Whatsapp
Car News

Coupe Style SUV : শীঘ্রই লঞ্চ হচ্ছে নতুন দুই Coupe স্টাইলের SUV, আপনার পছন্দের কোনটা

চলতি বছরের শেষের দিকে Mahindra তাদের নতুন XUV.e8 লঞ্চ করতে চলেছে। একইসাথে বাজারে আসবে Citroen C3X। দুটি গাড়িই Coupe রুফলাইন ডিজাইনের সাথে আসছে। গাড়িদুটি লঞ্চ হওয়ার আগে বাজারে লঞ্চ হতে চলেছে Tata এবং টয়োটার দুইটি সেরা Coupe ডিজাইনের SUV (Coupe Style SUV)।

1. Tata Curvv
2023 সালের অটো এক্সপোতে উন্মোচিত ধারণার উপর ভিত্তি করে কুপ-স্টাইলের ডিজাইনের সাথে বাজারে আসছে Tata Curvv। গাড়িটি মিডসাইজ SUV সেগমেন্টে লঞ্চ হবে যা এটিকে প্রতিযোগিতায় বাকিদের থেকে আলাদা করে। Curvv গাড়িটি অবশ্য শুধু বৈদ্যুতিক রূপে নয় সেইসাথে ICE ভার্সনেও দেখা যাবে।

Tata Curvv প্রথমে একটি বৈদ্যুতিক মডেল হিসাবে আসবে। পরে গাড়িটির ICE সংস্করণ লঞ্চ হবে। গাড়িটি সিঙ্গল এবং ডুয়াল-মোটর কনফিগারেশনের সাথে আসতে পারে। একইসাথে গাড়িটির দাবীকৃত ড্রাইভিং রেঞ্জ 500 কিলোমিটারের বেশি। 2024 সালে টাটা মোটরসের ফ্ল্যাগশিপ গাড়ি হতে চলেছে নতুন Curvv।

2. Toyota Urban Cruiser Taisor
কিছুসময় আগেই Toyota Urban Cruiser Taisor নামটি ট্রেডমার্ক করেছে। নতুন Glanza প্রিমিয়াম হ্যাচব্যকের ওপরে অবস্থান করবে গাড়িটি। Toyota এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি হতে চলেছে Taisor। মূলত Maruti Suzuki Brezza এর ডিজাইনের ওপর নির্ভর করে তৈরি হয়েছে গাড়িটি।

পাঁচ আসনের Taisor গাড়িটি বাজারে লড়বে Tata Nexon, Maruti Suzuki Brezza, Hyundai Venue সহ সম্প্রতি লঞ্চ হওয়ায় Kia Sonet, Mahindra XUV300, Nissan Magnite এবং Renault Kiger-এর সাথে। Toyota Urban Cruiser Taisor Maruti Suzuki Fronx-এর রিব্যাজড সংস্করণ হতে পারে। এই গাড়িকে শক্তি জোগাবে 1.2L NA পেট্রোল ইঞ্জিন অথবা 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন।

Back to top button