2023 সালে Toyota কম বাজেটে বেশ একটি দারুণ গাড়ি লঞ্চ করেছে। টয়োটার নতুন গাড়ির নাম Urban Cruiser Hyryder। গাড়িটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে টয়োটারই Fortuner এবং Innova এর সাথে। লুক প্রায় একই এবং সাথে দাম অনেক কম হওয়ায় সরাসরি প্রতিযোগিতা না করলেও Toyota এর অন্যান্য গাড়ির তুলনায় এগিয়ে Urban Cruiser Hyryder।
বর্তমানে Urban Cruiser Hyryder জনপ্রিয়তা লাভ করেছে ‘মিনি ফরচুনার’ নামে। গাড়িটি পেট্রোল এবং CNG উভয় সংস্করণের সাথেই বাজারে আসে। আকর্ষণীয় ডিজাইন সেটিকে গাড়িটির প্রতি প্রলুব্ধ করে তোলে গ্রাহকদের। সেখানে থাকছে 9-ইঞ্চি টাচ এলসিডি ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, 6টি এয়ারব্যাগ এবং একটি সানরুফের মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য।
গাড়িটির চার দিকে উন্নত নিরাপত্তার জন্য রয়েছে একটি 360-ডিগ্রি ক্যামেরা। 17-ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটিকে আরো আড়ম্বরপূর্ণ চেহারা দেয়। এছাড়া গাড়িতে রয়েছে শক্তিশালী সিএনজি ইঞ্জিন যা এটিকে নিজের সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী যানগুলির মধ্যে একটি করে তুলেছে। গাড়িটিকে শক্তি যোগাচ্ছে 1.2 লিটারের ইঞ্জিন। CNG তে 27.9 Kg/km এবং পেট্রোল ভার্সন 19.97 kmpl মাইলেজ দেয়।
দাম: Toyota Urban Cruiser Hyryder কম বাজেটের গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প। আপনি চাইলে গাড়িটি EMI প্ল্যানের মাধ্যমে কিনতে পারবেন। গাড়িটির অন-রোড দাম 13.29 লক্ষ টাকা থেকে 15.35 লক্ষ টাকা পর্যন্ত। গ্রাহকরা 1 লক্ষ টাকার ডাউন পেমেন্ট করলে 24,000 টাকার মাসিক EMI এর মাধ্যমে বাকি টাকা শোধ করতে পারেন।