Read In
Whatsapp
Car News

Toyota Taisor : মারুতির গাড়ি বিক্রি বন্ধ করতে নতুন চার চাকা আনছে Toyota, নতুন বছরে বাজার কাঁপাবে Taisor

অটোমোবাইল সেক্টরে বড় পরিবর্তন আসতে চলেছে। Compact SUV এর বাজারে বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ হতে চলেছে। নতুন গাড়িগুলো বাজারে আরো বড় প্রতিযোগিতা নিয়ে আসতে চলেছে। চলতি বছরের অন্তিম লগ্ন থেকে 2024 সালের শুরুর কয়েক মাসে বেশ কয়েকটি গাড়ি লঞ্চ হতে চলেছে যা বেশ উত্তেজনাপূর্ণ।

2024 সালে অটোমোবাইলের বাজারে বড় পরিবর্তন আসবে। বাজারে আসবে Kia Sonet Facelift, Mahindra XUV300 Facelift এবং সেইসাথে Toyota এর মিড সাইজ SUV, Toyota Taisor লঞ্চ হবে। এছাড়া আরো কয়েকটি বৈদ্যুতিক গাড়ি দেখা যাবে এই বাজারে। তবে আজ আমরা Toyota Taisor সম্পর্কে জানাবো আপনাদের।

এতদিন টয়োটার সেরকম উপস্থিতি থাকেনি ভারতের বাজারে। বিশেষ করে কমপ্যাক্ট SUV বাজারে তারা হারিয়ে গেছিল কিন্তু সেই স্থান পূরণ করতে আসছে নতুন Taisor। মারুতি সুজুকি Fronx এর ওপর ভিত্তি করে সাব-4-মিটার ক্রসওভার Taisor নিয়ে আসছে Toyota।

9-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, 360-ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, কার কানেকশন ফিচারস, ক্রুজ কন্ট্রোল, ছয়টি এয়ারব্যাগ, EBD সহ ABS সহ বেশ কয়েকটি প্রিমিয়াম বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে। ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) ও দেখা যাবে Taisor এ।

গাড়িতে টয়োটার সিগনেচার গ্রিল, বাম্পার, নতুন অ্যালয় এবং অল-এলইডি লাইটিং সহ Taisor বাজারে স্বতন্ত্র পরিচয়ের সাথে আসে। Compact SUV তে দুটি ইঞ্জিন বিকল্প থাকবে। এগুলো হলো শক্তিশালী 100 BHP, 1.0-লিটার বুস্টারজেট পেট্রোল। অন্যটি 89 BHP শক্তির 1.2-লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন৷ গাড়ির মাইলেজ থাকবে 29 kmpl। যদিও এখনো দাম জানা যায়নি তবে মারুতির Fronx এর আশেপাশেই দাম থাকবে Taisor এর।

Back to top button