Kia Motors তাদের বিলাসবহুল SUV এর বহর নিয়ে আসছে ভারতে। লাইনআপের প্রথম গাড়ি Kia Sonet। নতুন গাড়িটির মাধ্যমে একপ্রকার বেঞ্চমার্ক তৈরি করেছে KIA। 2024 সালে বেশ কয়েকটি নতুন গাড়ি লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ান কোম্পানি। চলুন গাড়ি গুলোর সম্পর্কে জানাই আপনাদের।
KIA Key
কমপ্যাক্ট SUV হিসাবে অবস্থান করবে Kia Key। মজবুত এবং বক্সী স্টাইলের ফ্রন্ট লুক সহ পেশীবহুল ডিজাইন রয়েছে সেখানে। Kia key মডেলটি পেট্রোল, বৈদ্যুতিক এবং হাইব্রিড ভেরিয়েন্টের সাথে আসে। আগামী 2025 সাল নাগাদ গাড়িটিকে রাস্তায় দেখা যাবে।
KIA Carnival
চতুর্থ প্রজন্মের কিয়া কার্নিভাল ফেসলিফ্ট গাড়িটি আকর্ষণীয় এবং পরিবর্তিত চেহারার সাথে আসে। গাড়িটি সামনে থেকে আরো বেশি পেশিবহুল দেখতে। সেখানে 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সহ একটি বিশাল 14.6-ইঞ্চি HD স্ক্রিন রয়েছে। ইঞ্জিনের বিকল্পের মধ্যে রয়েছে 3.5-লিটার পেট্রল থেকে 2.2-লিটার ডিজেল এবং 1.6 লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন।
EV9: The Next-Gen EV
Kia-এর অত্যাধুনিক EV এটি। EV9 সিঙ্গল চার্জে প্রায় 541 কিলোমিটারের একটি অসাধারণ মাইলেজ দিতে সক্ষম। এছাড়া EV 9 গাড়িতে রয়েছে উচ্চ-গতি। মাত্র 9 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতিতে পৌঁছে যায়। নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি লেভেল 3 অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম।