Read In
Whatsapp
Car News

২২ কিমি মাইলেজের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স, ৫১ হাজারে বাড়ি নিয়ে আসুন দুর্ধর্ষ এই গাড়ি

ভারতের বাজারে কম দামে হাই মাইলেজের গাড়ির চাহিদা সবসময়ই অনেকখানি বেশি। এক্ষেত্রে Hyundai থেকে সুজুকি সবাই নিজেদের বাজার তৈরী করেছে। তার মধ্যে ফ্রান্সের Renault Kwid গাড়িটি দুর্দান্ত বাজার তৈরি করেছে ভারতে। শক্তিশালী এবং দুর্দান্ত ফিচার রয়েছে গাড়িটিতে। চলুন আপনাদের জানাই এই বিষয়ে।

রেনল্ট কুইড গাড়িতে রয়েছে 999 সিসির ইঞ্জিন রয়েছে। সেখান থেকে গাড়িটি মোট 67.06 Bhp শক্তি যোগায়। রেনল্ট গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়, দুই প্রকার ট্রান্সমিশনই দিয়েছে। শক্তিশালী ইঞ্জিনের সাথে গাড়িটি 22.3 kmpl মাইলেজও দেয়। সুরক্ষা ব্যবস্থাও বেশ শক্তিশালী।

যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD এর সাথে ABS এবং পিছনের পার্কিং সেন্সরের মত ফিচার। এছাড়া অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সাপোর্টও পেয়ে যাবেন এখানে। মাত্র 4.70 লক্ষ টাকা থেকেই দাম শুরু হচ্ছে গাড়িটির। যার সর্বোচ্চ দাম 6.33 লক্ষ টাকা।

সুবিধার জন্য গাড়ির মধ্যে 8-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অতিরিক্ত ফিচারের মধ্যে আপনি ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি। আপাতত গাড়িটি বাজারে Maruti Alto K10-এর সাথে প্রতিযোগিতা করবেন। এছাড়া গাড়িটির ক্লাইম্বার ভ্যারিয়েন্টটি টাটা পাঞ্চের সাথে প্রতিযোগিতায় নামবে।

উল্লেখ্য রেনল্টের এই গাড়িটি মাত্র 51,000 টাকা দিয়েই নিয়ে যেতে পারেন। 7 বছরের লোনে গাড়িটি কেনার জন্য আপনাকে 9.8 শতাংশ সুদ দিতে হবে। সেই হিসেবে প্রতি মাসে EMI পড়বে মাত্র 7,616 টাকা।

Back to top button