Read In
Whatsapp
Car News

মারুতির এই হ্যাচব্যাক বেস্ট, মাইলেজ 35 কিমি আর দাম 6 লাখেরও কম!

লো বাজেট সেগমেন্টের বাজারে বড় অংশ ধরে রয়েছে Maruti Suzuki। Alto এবং Swift এই দুই গাড়িই বিক্রির রেকর্ড গড়েছে। কিন্তু আজ এমন একটি গাড়ির কথা বলবো যা ডিজাইন, দাম এবং মাইলেজের ক্ষেত্রে টেক্কা দেবে Swift কেও। চলুন দেখে নেওয়া যাক কোন গাড়ির কথা বলছি।

আজ আমরা এখানে Maruti Suzuki Celerio গাড়িটির কথা বলছি। নতুন ভার্সন Punch অথবা Exter এর মতো নতুন গাড়ির থেকেও বহুগুণ এগিয়ে। চলুন দেখে নেওয়া যাক গাড়িটিতে কী কী ফিচারস রয়েছে এবং দামই বা কত।

ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 65.71 bhp শক্তি এবং 3500 rpm এ 82 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম।

মাইলেজ এবং ব্রেকিং : Celerio গাড়িটি মোট 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। প্রতি লিটারে মোট মাইলেজ পাবেন 26.68 কিমির। CNG ভার্সনের মাইলেজ মিলবে 35.6 কিমি/কেজি! দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়।

এক নজরে মারুতি সেলেরিওর সমস্ত ফিচারস
1) মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল
2) অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট
3) টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
4) ইঞ্জিন স্টার্ট-স্টপ বোতাম
5) ABS
6) সামনের সিটে ডুয়েল এয়ারব্যাগ

দাম : Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.37 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 7.14 লক্ষ টাকা।

Back to top button