দেশের অন্দরে গাড়ির বাজারে একরকম বিপ্লব ঘটায় মারুতি সুজুকি। কম দামের মধ্যে দারুণ দারুন গাড়ি লঞ্চ করে তাল লাগিয়ে দেয় তারা। ভারতের বাজারে মারুতির প্রথম গাড়ি বিক্রী হয় 1983 সালের 14 ডিসেম্বর। আর সেই গাড়ি ছিল মারুতির জনপ্রিয় 800 গাড়িটি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খোদ গাড়িটির চাবি তুলে দেন গ্রাহকের হাতে।
দেশের প্রথম মারুতি 800 গাড়িটি কেনেন দিল্লির গ্রীন পার্কের বাসিন্দা এবং ইন্ডিয়ান এয়ারলাইনের কর্মচারী হরপাল সিং। তিনি গাড়িটির জন্য 1লক্ষ টাকা দিতে চাইলেও মাত্র 47,500 টাকায় সেটি বিক্রি করে মারুতি। পেশায় ইন্ডিয়ান এয়ারলাইনের কর্মচারী হরপাল সিং লাকি ড্র এর মাধ্যমে জিতে নেন গাড়িটি।
Sale of First Maruti Car In 1983
Prime Minister Mrs. Indira Gandhi Giving Keys of First Maruti 800 Car to Customer Mr. Harpal Singh pic.twitter.com/JTESjcVAeX
— indianhistorypics (@IndiaHistorypic) February 6, 2021
মারুতি 800 গাড়িটির জন্য অধিকাংশ ক্রেতাই বেশী টাকা দেওয়ার কথা ভাবলেও মাত্র 47,500 টাকাতেই গাড়িটি বিক্রি করে মারুতি। উল্লেখ্য, এই গাড়িটি কেনার জন্য নিজের ফিয়াট গাড়ি বিক্রি করে দেন হরপাল সিং। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত ব্যবহার করেন মারুতি 800 কে। প্রতিদিন সকালে উঠেই তার প্রথম কাজ ছিল গাড়িটির যত্ন নেওয়া, সেটিকে পরিষ্কার করা।
ভারতের গাড়ির বাজারে নস্টালজিয়া তৈরি করে এই গাড়ি। জানা যায় মোট 2.87 মিলিয়ন মারুতি 800 তৈরি হয় এবং তার মধ্যে ভারতে বিক্রি হয় মোট 2.66 মিলিয়ন। উল্লেখ্য, মারুতি 800 জনপ্রিয় হয়ে উঠলেও হিন্দুস্তান অ্যাম্বাসাডারকে হারাতে পারেনি। গত 2010 সালেই মারুতি Alto 800 এর উৎপাদন বন্ধ করে দিয়ে মারুতি সুজুকি Alto K10 গাড়িটি লঞ্চ করে। আপাতত সেটিই ভারতের সবচেয়ে সস্তার গাড়ি।