Read In
Whatsapp
Car News

Fortuner কেও টেক্কা দেবে Honda এর এই গাড়ি, এবার নামমাত্র দামেই পেয়ে যাচ্ছেন একগুচ্ছ ফিচারস

SUV এর বাজারে দারুণ কামব্যাক করেছে Honda। কিছুদিন আগেই Elevate SUV লঞ্চ করে গাড়ির বাজারকে মস্ত ঝাঁকুনি দিয়েছে হোন্ডা। অল্প সময়েই গাড়িটি বাম্পার হিট প্রমাণিত হয়েছে। সাশ্রয়ী মূল্যের গাড়িটি আধুনিক প্রযুক্তির সাথে প্রিমিয়াম ফিচারস নিয়ে আসে। এন্ট্রি লেভেল সেগমেন্টে Honda Elevate এর বিক্রি মোটের ওপর দারুণ।

Honda Elevate গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন। সেইসাথে রয়েছে একগুচ্ছ দুর্দান্ত ফিচারস। বাজারে জায়গা করে নিতে Honda Elevate SUV গাড়ির দাম কম রাখা হয়েছে। আর এটি সরাসরি টক্কর দেয় Hyundai এর Creta কে। ফিচারপ্যাকড হওয়ার সাথে সাথে মাইলেজ পাওয়া যায় 26 kmpl।

Honda Elevate Suv গাড়ির ফিচারস
1) 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
2) 7-ইঞ্চি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
3) ওয়্যারলেস ফোন চার্জার
4) অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল
5) কার কানেক্ট টেকনোলোজি

Elevate গাড়িতে ছয়টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ব্লাইন্ড স্পট মনিটরিং সহ 360-ডিগ্রি ক্যামেরার মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। Honda Elevate SUV কে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 121 PS শক্তি এবং 145 NM টর্ক জেনারেট করে। 6-স্পীড ম্যানুয়াল অথবা CVT ট্রান্সমিশনের সাথে আসে Elevate ।

দাম
ভারতের বাজারে গাড়িটিকে প্রতিযোগিতা মূলক দামে লঞ্চ করেছে Honda। Elevate SUV টির দাম শুরু হচ্ছে 10.99 লক্ষ টাকা থেকে। আর এই দামে Hyundai Creta কে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় Elevate।

Back to top button