Read In
Whatsapp
Car News

নিরাপত্তায় সেরা এই গাড়ি, 6 লাখেই মিলবে 5 স্টার সেফটি

ধীরে ধীরে যানজট বেড়েছে। আর সাথে সমস্যা বেড়েছে বিভিন্ন ট্র্যাফিক জ্যামে আটকে যাওয়ার। সাথে জ্বালানী দক্ষতা নিয়েও উদ্বেগ বেড়েছে। গাড়ির উচ্চগতি উদ্বেগকে অনেক বেশী বাড়িয়ে তোলে। তবে গাড়ি কেনাকাটা করার আগে অনেকের চিন্তা থাকে সুরক্ষা নিয়ে। বর্তমানে ভারতীয় গাড়ি নির্মাতা Tata, Mahindra সুরক্ষার বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিয়েছে।

Tata Punch

যানজট বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বাড়ছে। এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে দুই চাকার থেকে চার চাকার গাড়ি অবশ্যই নিরাপদ। একইসাথে গাড়ি গুলোকে পরিবার-বান্ধব এবং বাজেট-বান্ধব হতে হবে। এক্ষেত্রে Tata motors এর Punch বেশ গুরুত্বপূর্ন। মাইক্রো SUV সেগমেন্টের এই গাড়িটি G-NCAP টেস্টে 5-স্টার নিরাপত্তা রেটিং সহ সবার মন জয় করে৷

সিএনজি এবং পেট্রোল উভয় ক্ষেত্রেই পাওয়া যায় গাড়িটি। চলুন দেখে নেওয়া যাক Punch গাড়িটির মূল বৈশিষ্ট্য:

শক্তিশালী ইঞ্জিন: Punch গাড়িতে রয়েছে একটি 1.2L 3-সিলিন্ডার রেভোট্রন ইঞ্জিন। এই ইঞ্জিন 84 bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
জ্বালানি দক্ষতা: সিএনজি ভার্সনে Punch 32 km/l পর্যন্ত মাইলেজ দেয়। পেট্রোল ভার্সনে মাইলেজ রয়েছে 22 km/l
এছাড়া থাকছে 7 ইঞ্চি স্ক্রিন সহ Harman ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ, স্পিড সেন্সিং ডোর লক, ABS, EBD, রিয়ার পার্কিং সেন্সর, চাইল্ড লক ইত্যাদি।

Punch গাড়িটি বাজারে চারটি ভার্সনে পাওয়া যায়। এগুলো হলো Pure, Adventure, Accomplished, Creative। গাড়িটির দাম শুরু হচ্ছে 6 লক্ষ টাকা থেকে। গাড়িটির টপ ভার্সনের দাম 9.52 লক্ষ টাকা।

Back to top button