ভারতের বাজারে আসন্ন সময়ে SUV, MPV সহ একাধিক গাড়ি আসতে চলেছে। টাটা, মাহিন্দ্রা, হন্ডা সহ একাধিক কোম্পানির গাড়ি বাজারে আসতে চলেছে। এই শীর্ষ 5টি মডেল সম্পর্কে দেখে নিন।
১) TATA Nexon Facelift এবং Nexon EV Facelift: ফেসলিফ্ট ভার্সনের মধ্যে আসন্ন সময়ে টাটা তাদের নতুন Nexon নিয়ে আসতে চলেছে। গাড়িটির পেট্রোল ভার্সনে থাকছে একদম নয়া ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন। সাথে শক্তিশালী 1.2L এর টার্বো-পেট্রোল ইঞ্জিনও রয়েছে নতুন গাড়িতে। Nexon EV তে আগের মতোই EV এর পাওয়ারট্রেন বিকল্পগুলি থাকছে এবং নিরাপত্তার ওপর আরো জোর দিচ্ছে টাটা।
২) Honda Elevate : গত মাসেই বাজারে এসেছে এই SUV। গাড়িটিরও দাম এখনো জানায়নি হোন্ডা মোটরস। তারা মোট চারটি ভ্যারিয়েন্টে বিক্রি করবে গাড়িটি। সেখানে 1.5L NA 4-সিলিন্ডার VTEC পেট্রোল ইঞ্জিন রয়েছে যা মোট 121 PS শক্তি এবং 145 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
৩) Citroen C3 Aircross : এই গাড়িটির দুটি ভার্সন নিয়ে এসেছে Citroen। সেগুলোর মধ্যে ফারাক কেবল দুই ক্ষেত্রে। একটি 5 সিটার গাড়ি এবং অন্যটি 7-সিটার। 1.2L এর 3-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন গাড়িটিকে শক্তি জোগায়।
৪) Mahindra Bolero Neo Plus : Scorpio ক্লাসিকের সমগোত্রীয় Bolero Neo Plus আসছে বাজারে। সেপ্টেম্বর মাসেই বাজারে আসবে গাড়িটি। খবর আসছে যে, একাধিক সিটিং কনফিগারেশনের সাথে বাজারে আসছে গাড়িটি। Bolero গাড়িতে 2.2-লিটার ডিজেল ইঞ্জিন থাকছে যা 120PS শক্তি উৎপন্ন করতে পারে।
৫) Toyota Compact SUV : বস্তুত Maruti Fronx গাড়িটির রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে টয়োটার গাড়িটি। 1.2L K-সিরিজ, 3-সিলিন্ডার পেট্রোল বা 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে গাড়িটি আনবে টয়োটা। ইন্টেরিয়রে সামান্য পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে।