
Hyundai Venue SX(O)
হুন্ডাই ভেন্যুতে ADAS লেভেল 1 বৈশিষ্ট্য রয়েছে। আর এর অর্থ হল যে, গাড়িটি সম্ভাব্য ক্ষতির বিষয়ে ড্রাইভারকে সতর্ক করলেও দুর্ঘটনা এড়াতে সম্পূর্ণ ভাবে থেমে যাবেনা। Hyundai Venue এর টপ এন্ড ভেরিয়েন্ট SX(O)। গাড়িটির এক্স শোরুম দাম 12.44 লক্ষ টাকা।
Honda City V
হোন্ডা সিটি ADAS লেভেল 2 সিস্টেমের সাথে আসে। এটি একটি ক্যামেরা ভিত্তিক সিস্টেম। উল্লেখ্য যে, এই ফিচারস পাওয়া যায় Honda City এর V ভেরিয়েন্টে। গাড়িটির দাম শুরু হচ্ছে 12.58 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।
Hyundai Verna SX(O)
Hyundai Verna ADAS লেভেল 2 ADAS প্রযুক্তির সাথে আসে। এর ফলে Verna তে একটি ক্যামেরার সাথে সাথে সেখানে রাডার সিস্টেমেরও ব্যবহার করা হয়েছে। এটি টপ এন্ড SX(O) ভেরিয়েন্টে দেওয়া হয়েছে যার দাম শুরু হচ্ছে 14.69 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)।
Kia Sonet GTX+
Kia Sonet সম্প্রতি ফেসলিফট করা হয়েছে এবং ADAS লেভেল 1 এর সাথে আসে যা 10টি গুরুত্বপূর্ন ফিচারস অফার করে। রাস্তায় সম্ভাব্য বিপদের জন্য বিভিন্ন সতর্কতা প্রদান করলেও গাড়িটি সম্পূর্ণরূপে দাঁড়িয়ে যাবেনা। Kia Sonet এর GTX+ ভেরিয়েন্ট ADAS ফিচারসের সাথে আসে। GTX+ গাড়িটির দাম রয়েছে 14.49 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।
Honda Elevate
Honda Elevate গাড়িতেও ADAS Level 2 ফিচারস পাওয়া যায়। তবে এখানে Radar এর পরিবর্তে একটি ক্যামেরা ভিত্তিক সিস্টেম রয়েছে। এই ফিচারসকে “Honda Sensing” বলা হয়। Elevate-এর টপ এন্ড ZX ভেরিয়েন্টে ADAS রয়েছে, যার এক্স শোরুম দাম 15.09 লক্ষ টাকা।
MG Astor SAVVY PRO
MG Astor ADAS লেভেল 2 বৈশিষ্ট্যের একটি সম্পূর্ণ সেট সহ আসে। গাড়িটির টপ এন্ড SAVVY PRO ভেরিয়েন্টে ADAS ফিচারস পাওয়া যায়। গাড়িটির এক্স শোরুম দাম 16.58 লক্ষ টাকা।