Read In
Whatsapp
Car News

বিশ্বের সবচেয়ে দামী গাড়ি এগুলোই, কিনতে হলে দুবার ভাবতে হবে বিলিয়নিয়ারদেরও

আচ্ছা বিশ্বের সবচেয়ে দামী গাড়ি কোনগুলো জানেন কি? বিলিয়নিয়ারদেরও দুবার ভাবতে হবে এই গাড়ি কেনার জন্য। কিন্তু কত দাম সেগুলোর? নীচে তালিকা দেওয়া হলো দেখে নিন।

1) Bugatti LA Voiture Noire: Bugatti বিখ্যাত তার স্পোর্টস এবং রেসিং গাড়িগুলোর জন্য। LA Voiture Noire এর দাম রয়েছে 18.7 মিলিয়ন ডলার।

2) Bugatti Centodieci: তালিকায় Bugatti এর আরেকটি গাড়িও রয়েছে। এই গাড়ির দাম 9 মিলিয়ন ডলার।

3) Bugatti Divo: 5.8 মিলিয়ন ডলারের গাড়িটির ডিজাইন আপনার নজর কাড়বেই।

4) Pagani Zonda hp bacteria: Bugatti বাদে এটিই বিশ্বের অন্যতম দামী গাড়ি। এটির দাম 4.5 মিলিয়ন ডলার।

5) Lamborghini Sián FKP 37: বিলাসবহুল এবং দামী গাড়ির তালিকায় Lamborghini থাকবেনা তা কি আর হতে পারে! Lamborghini Sián FKP 37 এর বাজারমূল্য রয়েছে 3.9 মিলিয়ন ডলার।

6) Koenigsegg Jesko Absolut: 3.2 মিলিয়ন ডলার দাম এই সুপারকারের।

7) Bugatti Chiron Pur Sport: বিখ্যাত Chiron গাড়িটি তালিকায় সপ্তম স্থানে রয়েছে। 3 মিলিয়ন ডলার খরচ হবে এই গাড়ি কেনার জন্য।

Back to top button