SUV বললেই মাথায় আসে শক্তিশালী পেশীবহুল গাড়ির কথা। দূর্দান্ত ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিনের সাথে রাস্তার ওপর রাজ করবে এধরনের গাড়ি। কিন্তু জানেন কি বাজেট রেঞ্জে কোন কোন গাড়ি সবচেয়ে শক্তিশালী? এই প্রশ্নের উত্তর দিতে আমরা নিয়ে এসেছি সেরা 5 SUV, যেগুলো বাজেট রেঞ্জেই উপলব্ধ।
Scorpio-N
SUV এর কথা হবে আর Mahindra থাকবেনা তা হতেই পারেনা। Scorpio সিরিজের নতুন গাড়িটি লঞ্চ হওয়ার পর থেকেই সেই নিয়ে বিস্তর আলোচনা চলেছে। এই গাড়ি পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের সাথে এলেও 2.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন অধিক শক্তিশালী। এই ইঞ্জিনটি মোট 200.22 bhp শক্তি এবং 380 Nm টর্ক উৎপন্ন করে। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 13.60 লক্ষ টাকা থেকে।
BYD Atto 3
চীনা গাড়ি নির্মাতা BYD সম্প্রতি টেসলাকে হটিয়ে বিশ্বের এক নম্বর ইভি ব্র্যান্ড হয়ে উঠেছে। BYD Atoo 3 হল একটি বৈদ্যুতিক SUV যেখানে 60.48 kWh ব্যাটারি প্যাক রয়েছে। গাড়িটির বৈদ্যুতিক মোটর মোট 201.20 bhp এবং 310 Nm টর্ক উৎপন্ন করে। BYD ATTO 3 গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 33.99 লক্ষ টাকা থেকে।
Toyota Fortuner
ভারতে যখন SUV এর কথা হয় তখন সর্বাগ্রে যে গাড়িটির কথা মাথায় আসে সেটি টয়োটার Fortuner। ভারতের বাজারে বিপুল বিখ্যাত এই গাড়ি। দীর্ঘ সময় ধরে ভারতের বাজারে উপস্থিত রয়েছে Fortuner এবং বাজেট রেঞ্জে লাক্সারি SUV এর ফিচারস দিয়েছে ব্র্যান্ডটি। ফরচুনারকে শক্তি যোগাচ্ছে 2.8L ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 201.20 bhp শক্তি এবং 500Nm টর্ক উৎপন্ন করে৷ টয়োটা ফরচুনার ডিজেল রেঞ্জের দাম শুরু হয় 35.93 লক্ষ টাকা থেকে।
MG Gloster
ভারতে MG Motors এর ফ্ল্যাগশিপ গাড়ি Gloster। নিজের সেগমেন্টে সেগমেন্টে সবচেয়ে পেশীবহুল SUV গাড়ির মধ্যে একটি এই গাড়ি। Gloster দুটি ডিজেল ভার্সনে আসে। SUV টির 4WD ভার্সনে 2.0 L ডিজেল ইঞ্জিন রয়েছে, এই ইঞ্জিন মোট 212.55 bhp শক্তি এবং 478.5 Nm টর্ক উৎপন্ন করে৷ Gloster SUV-এর ভার্সনটির দাম শুরু হয় 42.32 লক্ষ টাকা থেকে।
Hyundai Ioniq 5
ভারতের বাজারে Hyundai এর ফ্ল্যাগশিপ EV হলো রেট্রো স্টাইলের Ioniq 5 SUV। এই Uber cool রেট্রো SUV টির প্রারম্ভিক দাম শুরু হচ্ছে 45.95 লক্ষ টাকা থেকে। Ioniq 5 মোট 214.03 bhp শক্তি এবং 350 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িকে শক্তি দেওয়ার জন্য রয়েছে 72.6 kW ব্যাটারি প্যাক।