সামনেই পুজো, চলছে দারুণ কেনাকাটা। গাড়ির বাজারেও সেই ঢেউ লেগেছে। কিন্তু এবার পুজোর আগেই অক্টোবরে বেশ কিছু গাড়ি আসতে চলেছে। দেখে নিন কোন কোন গাড়ি আসছে বাজারে।
Tata Harrier and Safari Facelift
টাটা হ্যারিয়ার এবং সাফারির নতুন ফেসলিফট ভার্সন এসেছে বাজারে। আগামী সপ্তাহ থেকেই গ্রাহকরা হাতে পেয়ে যাবেন এই গাড়ি। 25000 টাকার টোকেন মানি দিলেই গাড়ি দুটি আপনার হতে পারে।
Hyundai Creta Facelift
ভারতের বাজারে দারুণ জনপ্রিয় ক্রেটা। গাড়িটির আগের ভার্সনের রেকর্ড বিক্রি হয়েছে। এবার লেটেস্ট গাড়ি আনছে Hyundai। লেভেল 2 ADAS সহ আরো শক্তিশালী হচ্ছে গাড়িটি। 1.5 লিটার পেট্ৰল এবং ডিজেল ইঞ্জিন 160 PS শক্তি এবং 253 Nm টর্ক তৈরি করে৷
Mahindra Bolero Neo, Neo Plus
এই গাড়িতে1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। সেটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। গাড়িতে থাকা 1493 সিসির শক্তিশালী ইঞ্জিন 100 PS শক্তি এবং 260 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 7-ইঞ্চি টাচস্ক্রিনের সাথে ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে গাড়িতে। উল্লেখ্য, এখানে আপনি ক্রুজ কন্ট্রোল, ISOFIX চাইল্ড মাউন্ট কীলেস এন্ট্রির মতো অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। এছাড়া ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, রিভার্স অ্যাসিস্ট সহ রিয়ার পার্কিং সেন্সরও রয়েছে।
KIA Sonet
দারুণ ফিচার-প্যাকড SUV এটি। 1.5-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে। 9.94 লক্ষ টাকায় গাড়িটি (HTE iMT Variant) আপনার হতে পারে। লেটেস্ট টেকনোলজির সাথে বাজারে আসছে Sonet এর Facelift ভার্সন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Sonet Facelift এর মাইলেজ এবং ডিজাইন দারুণ হতে চলেছে। গাড়িটির স্পাই টেস্টিং করতেও দেখা গিয়েছে।