SUV কেনার কথা ভাবলে আপনাদের জন্য একদম সুবর্ন সময় এটা। কিন্তু কোন SUV নেবেন আপনি? চলুন আপনাদের
1) Renault Kiger
দাম: 6.50 লাখ টাকা থেকে 11.23 লক্ষ টাকা
1 লিটার ইঞ্জিন সমেত গাড়িটি বেশ শক্তিশালী। সেখানে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, 4টি এয়ারব্যাগ, 8 ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেকশন, রিয়ার ক্যামেরা, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, চাইল্ড সেফটি লক ইত্যাদি ফিচারস রয়েছে।
2) Hyundai Venue
দাম : 7.72 লাখ টাকা
হুন্ডাইয়ের কমদামি SUV Venue। গাড়িতে 1 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন এবং 1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। Venue গাড়িটি 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড iMT আর 7 স্পিড DCT ট্রান্সমিশনের সাথে আসে। 6টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ক্র্যাশ সেন্সর, 8 ইঞ্চি টাচস্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন।
3) Nissan Magnite
দাম : 6 লাখ টাকা
1 লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে গাড়িতে। যা 72bhp শক্তি এবং 5 স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সাথে আসে। 7 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রি ক্যামেরা, ডুয়াল এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর, টায়ার প্রেশার মনিটর ইত্যাদির সুবিধা রয়েছে।
4) Tata Punch :
দাম : 6 লাখ থেকে 9.47 লাখ টাকা
এটাই ভারতের সবথেকে সস্তা এবং সুরক্ষিত SUV। 5স্টার সেফটি রেটিংয়ের সাথে আসে Punch। ইঞ্জিনটি 1.2 লিটার পেট্রল ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সাথে আসে।
5) Hyundai Exter
দাম : 6 লাখ টাকা থেকে 10.10 লাখ টাকা
হ্যুন্ডাই এর Exter গাড়িটি 6টি এয়ারব্যাগ, একাধিক সেফটি লক, হিল অ্যাসিস্ট ইত্যাদি। এ ছাড়া থাকছে 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ইলেকট্রিক সানরুফ আর ব্লুটুথ কানেকশন।
6) KIA Sonet
দাম: গাড়িটির দাম 7.79 লক্ষ টাকা
KIA Sonet দারুণ একটি ফ্যাশনেবল এবং ফিচার-প্যাকড SUV। 1.2-লিটার পেট্রোল, একটি 1.0-লিটার টার্বো-পেট্রোল এবং একটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে। নিজের পছন্দমত ভার্সনটি কিনতে পারেন আপনি। সেইমতো দামও পরবর্তন হতে থাকে।