Read In
Whatsapp
Car News

বেশি টাকার প্রয়োজন নেই! সাধ্যের মধ্যে এই 5টি গাড়িতেই পেয়ে যাচ্ছেন দুর্দান্ত সানরুফ ফিচারস, কেনার থাকলে দেখে নিন

সানরুফ বর্তমানে এক অত্যাবশ্যক ফিচার হয়ে দাঁড়িয়েছে। একটা সময় এই ফিচার কেবল দামী গাড়িতেই মিলত, কিন্তু বর্তমানে বাজেট সেগমেন্টেও পাওয়া যায়। কিন্তু সেগুলোর কার্যকারিতা নেই বললেই চলে। কিন্তু তাই আজ আমরা কয়েকটি SUV এর ব্যাপারে যেগুলো সস্তা হওয়ার সাথে সাথেই বড় প্যানারোমিক সানরুফ ফিচারস পাওয়া যায়।

XUV 700:

Mahindra এর নতুন XUV 700 গাড়িটি সেগমেন্টর সবচেয়ে বড় Sunroof এর সাথে আসে। XUV 700 এর AX5 ভারিয়েন্টে এই বড় Panoramic Sunroof পাওয়া যায়।

Tata Safari:

Mahindra এর থেকে খুব পিছিয়ে নেই Tata Motors। Tata Safari তেও বেশ বড় আকারের Sunroof রয়েছে। Safari XMS ভারিয়েন্টে এই ফিচার পাওয়া যায়।

MG Hector:

খুবই বিখ্যাত গাড়ি MG Hector। এক সময় গ্রাহকদের লম্বা লাইন দিতে হয়েছে কেনার জন্য। তবে সমস্ত ভার্সনেই Sunroof ফিচারস পাওয়া যায়না। Hector এর স্মার্ট ভেরিয়েন্টেই কেবল Panoramic Sunroof এর সুবিধা পাওয়া যায়।

Maruti Suzuki Grand Vitara:

Grand Vitara এর টপ স্পেকস আলফা ভেরিয়েন্টে এই Panoramic Sunroof এর সুবিধা পাওয়া যায়। Grand Vitara এর আলফা ভেরিয়েন্টে র এক্স শোরুম দাম রয়েছে 15.41 লক্ষ টাকা।

KIA Seltos:

KIA Seltos এক্ষেত্রে বেশ জনপ্রিয় একটি গাড়ি। HTK+ ভেরিয়েন্টে এই ফিচারসটি পাওয়া যায়।

Back to top button