Read In
Whatsapp
Car News

Swift এবং Baleno-র বাজার দখল করবে নতুন Raize, আসছে টয়োটার নতুন Compact SUV

ভারতীয় বাজারের জন্য নতুন SUV নিয়ে এসেছে টয়োটা। নয়া SUVটির নাম Toyota Raize। ভারতীয় বাজারে এই গাড়িটি টক্কর নেবে Kia Sonet, Hyundai Venue, Maruti Brezza, Tata Nexon, Mahindra XUV300-এর মতো সমস্ত কমপ্যাক্ট SUV-এর সাথে। আর সেজন্য গাড়িটির লুক এবং ডিজাইনও বেশ দর্শনীয় হতে চলেছে।Toyota Raize

Toyota Raize প্রথম প্রজন্মের গাড়ি হতে চলেছে। অক্টোবর 2019 থেকে তৈরি হলেও ভারতীয় বাজারে এতদিন পাওয়া যেত না গাড়িটি। উল্লেখ্য, ASEAN NCAP এজেন্সির তরফে 5 Star নিরাপত্তা রেটিং পেয়েছে Raize। কমপ্যাক্ট SUV টি টয়োটার DNGA-A প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। এতদিন অন্যান্য দেশে বিক্রি হলেও এবার গাড়িটি পাওয়া যাবে ভারতে।

টয়োটার নতুন কমপ্যাক্ট SUV টির ডিজাইন বেশ দর্শনীয় হতে চলেছে। সামনের দিকে ফগ ল্যাম্প সহ একটি খুব বড় গ্রিল রয়েছে। এর সাথে থাকছে ফুল এলইডি হেড ল্যাম্প। বেশ কয়েকটি রঙের সাথে বাজারে পাওয়া যাবে Toyota Raize। গাড়িটির ইন্টেরিয়র ডিজাইনে কালো রঙের ছাপ থাকছে। আর্মরেস্ট, ওয়্যারলেস চার্জিং, ইনফোটেইনমেন্ট সিস্টেম, গ্লাভ বক্স, সেন্টার হ্যালোজেন লাইট ‘গার্ব হ্যান্ডেল ইত্যাদির সাথে 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে।

টয়োটা রাইজের টপ ফিচারস
1. Audiomack ক্লাইমেট কন্ট্রোল
2. 10.25 ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম
3.ডিজিটাল ইনফোটেইনমেন্ট ক্লাস্টার
4. সামনে বায়ুচলাচল আসন
5. বৈদ্যুতিক সানরুফ
6. LED হেডলাইট এবং টেললাইট

টয়োটা রাইজের দাম এবং লঞ্চের তারিখ
ভারতে Toyota-র কমপ্যাক্ট SUV-এর আনুমানিক দাম থাকতে পারে 9.50 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা। গাড়িটি আগামী 2025 সালের মধ্যে ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে৷ কমপ্যাক্ট SUV-তে দুটি ইঞ্জিন অপশন পাওয়া যাবে। নিরাপত্তার জন্য থাকছে 6টি এয়ারব্যাগ এবং 360° সারাউন্ড ভিউ ক্যামেরা।

Back to top button