
দেশের অন্দরে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে মারুতি সুজুকি। সস্তায় উন্নতমানের গাড়ি লঞ্চ করার কারণেই হাজির মারুতি সুজুকি। মধ্যবিত্ত ভারতীয়র ভারী পছন্দের SUV মারুতি সুজুকি ব্রেজ্জা। আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার ফিচারসের সাথে লেটেস্ট টেকনোলোজি রয়েছে Maruti Suzuki Brezza তে।
নেক্সা ডিলারশিপের অধীনে আসা মারুতি সুজুকি Brezza গাড়িটির চাহিদা বেড়েছে অনেকখানি। কিছু সময় আগেই গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ হয় ভারতে। মাত্র 7 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে আসায় ব্যপকহারে বিক্রি হতে থাকে এই গাড়ি। Brezza তে মোটামুটি শক্তিশালী 1.5 L NA পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়া CNG কিটও পেয়ে যাবেন সেখানে।
পেট্রোলের সাথে Brezza মোট 136 Nm পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। CNG এর ক্ষেত্রে 121.5 Nm পিক টর্ক সহ 86.7 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম সেটি। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে CNG মোডে 28 km/kg মাইলেজ দেয়। Brezza তে আপনি ইলেকট্রিক সানরুফ, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন।
মারুতি সুজুকি ব্রেজা গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাও বেশ উন্নত। সেখানে EBD সহ ABS, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি পেয়ে যাবেন। গাড়িটির দাম শুরু হচ্ছে 7 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত। আপাতত ভারতীয় বাজারে Brezza S-CNG-এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে মারুতি সুজুকির Fronx গাড়িটি টক্কর দিতে পারে Brezza কে।