![](https://autoscoop.in/wp-content/uploads/2023/10/Hyundai-upcoming-Cars.jpg)
বৈদ্যুতিক গাড়ি তো বটেই, আসন্ন সময়ে IC ইঞ্জিনের সাথে SUV সেগমেন্টে বেশ কিছু নতুন গতি আসতে চলেছে। আপনিও যদি নিকট ভবিষ্যতে গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে দেখে নিন জ্বালানি চালিত কোন কোন গাড়ি আসছে বাজারে।
1. Kia Sonet Facelift:
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা এক্ষুনি।
2. Toyota Taisor:
আগামী বছরের প্রথমার্ধে আরবান ক্রুজার Taisor আনবে Toyota। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে Toyota এর নতুন গাড়িটি। Glanza প্রিমিয়াম হ্যাচব্যাকের ওপরের স্লটে লঞ্চ হবে Taisor। সেখানে Fronx এর মতই 1.2L NA পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে।
3. The next-gen Hyundai venue:
Hyundai Motor India Limited (HMIL) খুব শীঘ্রই ভারতে দ্বিতীয় প্রজন্মের ভেন্যু লঞ্চ করবে। সেখানে ইঞ্জিনের পরিবর্তন খুব একটা দেখা যাবেনা হয়তো। তবে Next Gen Venue তে অন্দরসজ্জায় বড় পরিবর্তন আসবে। উল্লেখ্য তালেগাঁও প্ল্যান্টে গাড়িটি Q2Xi কোডনেমের সাথে উৎপাদিত হবে।
4. Skoda এবং VW কমপ্যাক্ট SUV:
অনুমান অনুসারে, Skoda এবং VW বর্তমানে Maruti Brezza, Tata Nexon, Hyundai Venue, Kia Sonet, Mahindra XUV300, Nissan Magnite এবং Kia Sonet-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতের বাজারের উপযুক্ত সাব-ফোর-মিটার SUV তৈরি করছে৷ ভক্সওয়াগেন স্থানীয় MQB A0 IN প্ল্যাটফর্মের ওপর গাড়িটি ডেভেলপ করবে। আগামী 2024-25 সালের শেষের দিকে সেটি বাজারে আসবে।